• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শীতকালে বাইক ভ্রমণের আগে প্রস্তুতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ১২:৫৬ পিএম
শীতকালে বাইক ভ্রমণের আগে প্রস্তুতি
ছবি: সংগৃহীত

হোক গ্রীষ্ম, বর্ষা বা শীতকাল, মোটরসাইকেল প্রেমীদের কাছে কোনো বিষয়ই না। সুযোগ পেলেই বাইক নিয়ে বেরিয়ে পড়েন সমতল বা অসমতল যেকোনো পথে। তবে যতই আপনি বাইক চালাতে পারদর্শী হোন না কেন, ঋতু ভেদে  আলাদা প্রস্তুতি থাকা প্রয়োজন। শীত প্রায় চলে এসেছে। এমন আবহাওয়ায় মোটরসাইকেল ভ্রমণের আগে কিছু প্রস্তুতির দরকার। যেমন-

  • শীতকালে আবহাওয়া ঠান্ডা থাকায় বাইকের ইঞ্জিনও দ্রুত ঠান্ডা হয়ে যায়। এক্ষেত্রে ভ্রমণের আগে বাইক কিছুক্ষণ স্টার্ট দিয়ে রাখুন। এতে ইঞ্জিন গরম হবে এবং যাত্রাপথও আরামদায়ক হবে।
  • শীতকালে বাইকের চাকায় মোটা টায়ার ব্যবহার করুন। এতে তাপমাত্রা কমে গেলেও টায়ারের চাপ ঠিকঠাক থাকবে। হালকা টায়ার ব্যবহারে চাপ রাখা কঠিন হয়ে যাবে।
  • বাইক ভ্রমণের আগে ফুল ফেইস মাস্ক ব্যবহার করুন। এতে ধুলাবালি, ঠান্ডা বাতাস নাক দিয়ে প্রবেশ ঠেকানো যাবে যেমন, তেমনি ত্বকের জন্যও উপকার হবে।
  • শীত বা গরম যখনই বাইকিং করুন না কেন, হ্যান্ড গ্লাভস প্রয়োজন। আর শীতকালে তো আরও বেশি দরকারি।কারণ দ্রুতগতির বাইকে হাত সহজেই ঠান্ডা হয়ে যায়। তখন কন্ট্রোল রাখা মুশকিল। তাই শীতে অবশ্যই গ্লাভস পরবেন। এতে হাত ঠান্ডা হয়ে যাওয়া থেকে রক্ষা পাবে।
  • শীতকালে আবহাওয়া যেমন ঠান্ডা থাকে তেমনি কুয়াশাও থাকে। যার কারণে বাইক চালানোর সময় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। ফলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে প্রবল। তাই বাইক চালানোর সময় আশপাশ সম্পর্কে সচেতন হওয়া এবং রাস্তা ও অবস্থার ওপর মনোযোগ দেওয়া জরুরি।
  • আবার শীতকালে কুয়াশার কারণে অনেক সময় দূরের জিনিস ঝাপসা দেখা যায়। তাই শীতকালে বাইক চালানোর ক্ষেত্রে গতি অন্যান্য সময়ের তুলনায় কম করতে হবে। বাঁক নেওয়ার সময়ও সতর্ক থাকতে হবে।
  • শীতকালে ঘন কুয়াশায় দূর থেকে কোনো যানবাহন আসছে কি না, তা ঠিকভাবে বোঝা যায় এমন লাইট ব্যবহার করা উচিত।
  • শীতকালে আপনার বাইকে উইন্ডশিল্ড লাগাতে পারেন।  এতে আপনার সামনের দিকের বাতাস থেকে আপনার শরীরকে রক্ষা করবে।
Link copied!