পর্যটকদের জন্য ঢাকাসহ বিশ্বের ঝুঁকিপূর্ণ ৬০টি শহরের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বস। এ তালিকায় শীর্ষে রয়েছে ভেনেজুয়েলার ‘কারাকাস’ এবং ১০০ স্কোরের মধ্যে ৮৯ দশমিক ৫০ নিয়ে ঢাকার অবস্থান ষষ্ঠ। এছাড়া শূন্য স্কোর নিয়ে নিরাপদ শহরের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর।
শনিবার (২৭ জুলাই) টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় প্রথমে রয়েছে ভেনেজুয়েলার ‘কারাকাস’ শহর। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের করাচি এবং মিয়ানমারের ইয়াঙ্গুন। এরপর শীর্ষ দশে পর্যায়ক্রমে রয়েছে, লাগোস (নাইজেরিয়া), ম্যানিলা (ফিলিপাইন), ঢাকা (বাংলাদেশ), বোগোটা (কলম্বিয়া), কায়রো (মিশর), মেক্সিকো সিটি (মেক্সিকো) ও কুইটো (ইকুয়েডর)।
অন্যদিকে নিরাপদ শহরের তালিকায় সিঙ্গাপুরের পরে রয়েছে জাপানের টোকিও এবং কানাডার টরেন্টো।
সাতটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে বিশ্বের ৬০টি শহর নিয়ে এ তালিকা তৈরি করেছে ফোর্বস। যেখানে অপরাধ, ব্যক্তিগত নিরাপত্তা, স্বাস্থ্য, অবকাঠামো, প্রাকৃতিক দুর্যোগ ও ডিজিটাল নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।