• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

দেশে দেশে বড়দিনের আয়োজন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১, ০২:৪২ পিএম
দেশে দেশে বড়দিনের আয়োজন

সামনেই বড়দিন। ইতিমধ্যে আমাদের দেশের বাজারগুলো সেজে উঠেছে বড়দিনের সাজে। তাছাড়াও বড়দিনকে সামনে রেখে বাড়ি, ধর্মীয় উপাসনালয় এবং রাস্তায় থাকছে আলোকসজ্জা। তবে শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশে বড়দিনের বাজার একটি বড় আকর্ষণ সকলের কাছে৷ করোনার ঢেউ সামলে কীভাবে সেজে উঠছে এবারের বাজারগুলি, চলুন জেনে আসি-

জার্মানিতে যেভাবে চলছে

জার্মানির দক্ষিণাঞ্চলের রাজ্য বাভারিয়াতে করোনা সংক্রমণের ফলে বন্ধ রাখা হয়েছে সবকটি বড়দিনের বাজার৷ কিন্তু অন্য অনেক রাজ্যে বাড়তি কড়াকড়ির আওতায় চলছে বড় দিনের বাজার৷ পশ্চিমাঞ্চলের শহর কোলনের বাজারগুলোতে উৎসবপ্রেমী মানুষের দেখা মিলছে৷ তবে বাজারে ঢুকতে হলে দেখাতে করোনা টিকা নেবার বা সদ্য করোনা সংক্রমণ থেকে সেরে ওঠার প্রমাণ।

ফ্রান্সের রাজধানীর বাজার

প্যারিসের টুইলেরিস গার্ডেন পাড়া সেজে উঠেছে বড়দিনের সাজে৷ আইফেল টাওয়ারে করা হয়েছে আলোকসজ্জা৷ স্থানীয় মানুষ বড়দিনের আমেজ উপভোগ করবেন মাস্ক পরেই, এমন নির্দেশনা দিয়েছে দেশটি।

সুইজারল্যান্ড পিছিয়ে নেই

পশ্চিম ইউরোপের অন্যান্য দেশের তুলনায় করোনা টিকাদানের হার সুইজারল্যান্ডে বেশ কম৷ জনগণের মধ্যে রয়েছে টিকা নিতে অনীহা৷ ইউরোপে করোনার চতুর্থ ঢেউ এই অঞ্চলে প্রভাব ফেললেও জুরিখ শহরের বড়দিনের বাজারে আছে বড়দিনের আমেজ।

জার্মান রাজধানীতে

বার্লিন শহরের বেশ কয়েকটি পাড়ায় দেখা যায় বড়দিনের বাজার৷ ব্রাইটশাইডপ্লাৎজে ক্রিস্টমাস ট্রির বাহারি সাজেও বলা হচ্ছে মাস্ক পরবার কথা৷ জার্মানিতে এই বাজারগুলিতে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরবার নিয়ম৷ অন্যথা হলেই জরিমানা৷

পর্যটকদের পছন্দের ফরাসি শহর

ফ্রান্সের বড়দিনের বাজারের তালিকায় প্রতি বছরই থাকে স্ট্রাসবুর্গের নাম৷ প্যারিসের তুলনায় এই শহরের বাজারগুলিতে ভিড় কম থাকে৷ কিন্তু নানা ধরনের অভিনব আলোকসজ্জা সব সময়ই দর্শকদের কাছে টানে৷

লাতিন অ্যামেরিকার বাজার

বলিভিয়ার রাজধানী লা পাজের বড়দিনের বাজার ইউরোপের বাজারগুলি থেকে কিছুটা ভিন্ন৷ রংবেরঙের দোকান, আলো ছাড়াও সেখানে প্রতি বছর আয়োজিত হয় এক অভিনব মিছিলের৷ স্থানীয়রা নেচে, গেয়ে যোগ দেন সেই মিছিলে৷ এবারও বহাল থাকবে সেই ধারা, তবে অবশ্যই মুখে মাস্ক পরে৷

যুক্তরাজ্যের বড়দিনের বাজার

যুক্তরাজ্যেও করোনা সংক্রমণ বাড়ছে৷ কিন্তু কড়াকড়ি ইউরোপের কয়েকটি দেশের তুলনায় অতটা জোরদার নয়৷ করোনা ভাইরাসের নতুন সংস্করণ ওমিক্রন ছড়ানোর পর থেকে কিছুটা বাড়ানো হয়েছে এই কড়াকড়ি৷ বিখ্যাত লন্ডন ব্রিজ ও টেমস নদীর ধারেই চলছে বড়দিনের বাজার৷

Link copied!