করোনা মহামারিতে বিশ্বজুড়ে পর্যটন স্থানে ছিল শূন্যতা। মহামারির প্রকোট কিছুটা কমে আসতেই পর্যটন স্থানগুলো প্রাণ ফিরে পাচ্ছে। সেখানে পদচারনা বাড়ছে পর্যটকদের। অন্যদিকে প্রশাসনও পর্যটন স্থানকে আরও আকর্ষণীয় করার পদক্ষেপ নিচ্ছে। পর্যটকের সংখ্যা বাড়িয়ে পর্যটন খাতকে উন্নত করতে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন স্থানকে নতুনভাবে সাজানো হয়েছে।
বিশ্বে পর্যটন স্থানগুলোর মধ্যে জনপ্রিয় ভারতের লাদাখ। সেই স্থানও এবার নতুন করে সাজানোর পরিকল্পনা করছে স্থানীয় প্রশাসন। দ্রুত লাদাখে শুরু হতে যাচ্ছে তুষার ভাস্কর্য।
লাদাখের লেফটেন্যান্ট গভর্নর আর কে মাথুরজানান, শীতের মৌসুমে তুষার ভাস্কর্য চালু করা হবে। এই এলাকায় তুষার শিল্প প্রতিষ্ঠিত করা হবে। আশা করা যাচ্ছে, কয়েক বছরের মধ্যে লাদাখ পর্যটকদের জন্য তুষার ভাস্কর্য উত্সবের আয়োজন করতে পারবে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি লাদাখে প্রথম তুষার-ভাস্কর্য কর্মশালার সমাপ্ত হয়। সাংটকচানে লাদাখ পুলিশে ও কাংডিং স্নো এবং আইস স্কাল্পচার অ্যাসোসিয়েশন এই কর্মশালার আয়োজন করে।
লেফটেন্যান্ট গভর্নর জানান, শীতের মৌসুমেও লাদাখ দেখতে আরও সুন্দর। সেই সৌন্দর্য্য পর্যটকদের কাছে তুলে ধরতেই এই আয়োজন। শীতকালে লাদাখ থেকে পর্যটকরা বেরিয়ে যাওয়ার কোনও যুক্তিই নেই। এই সময়ও পর্যটন খাতে আয় করা সম্ভব। গ্রীষ্ম মৌসুমের মতো শীতের মৌসুমেও লাদাখ দেখতে পর্যটকরা আসবে।
তুষার ভাস্কর্য গঠনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো সরবরাহ করার প্রতিশ্রুতিও দেন গভর্নর। লাদাখের স্থানীয় যুবকদের সৃজনশীলতায় এসব ভাস্কর্য তৈরি করা সম্ভব বলেও আশা প্রকাশ করেন তিনি। গভর্নর বলেন, ’বিশ্ব পর্যটন খাতে এটি হতে পারে অন্যতম একটি নির্দশন।