• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘২০২৮ অলিম্পিকে সোনা জিততে চাই’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২১, ০৪:০৮ পিএম
‘২০২৮ অলিম্পিকে সোনা জিততে চাই’

অলিম্পিকে বাংলাদেশের পদকের খাতা শূন্য হলেও এবারের টোকিও অলিম্পিকে সুযোগ ছিল আক্ষেপ ঘোচানোর। কিন্তু আশা জাগিয়েও বিদায় নিতে হয় দেশসেরা আর্চার রোমান সানাকে। বাংলাদেশকে অলিম্পিকে সোনা জেতাতে দৃঢ়প্রতিজ্ঞ রোমান সানা। জানালেন ২০২৮ অলিম্পিকেই বাংলাদেশকে দিতে চান প্রথম সোনার স্বাদ।

দেশের প্রথম আর্চার হিসেবে সরাসরি অলিম্পিকে পা রেখেই ইতিহাস গড়েছিলেন রোমান। অলিম্পিকে এলিমিনেটর রাউন্ডের প্রথম ম্যাচটা সহজেই উৎরে গিয়েছিলেন রোমান সানা। ব্রিটেনের টম হলকে ৭-৩ সেটে হারিয়ে শীর্ষ ৩২-এ উঠে গিয়েছিলেন দেশসেরা আর্চার। কিন্তু দ্বিতীয় রাউন্ডে এসে কানাডার ক্রিসপিন ডুয়েনাসের কাছে  ৪-৬ সেটে হেরে টোকিও অলিম্পিক থেকে বিদায় নিলেন রোমান সানা।

পদক না জিতে বাদ পড়ার আক্ষেপে পুড়ছেন রোমান সানা। ম্যাচ শেষে বিশ্ব আর্চারিকে দেওয়া এক সাক্ষাৎকারে রোমান বলেন, “ম্যাচটা জেতার ভালো সুযোগ ছিল আমার সামনে। আফসোস হচ্ছে, হতাশাও আছে, মাত্র দশটা পয়েন্টই তো লাগতো!”

তবে এবার থামলেও পরের ২০২৮ অলিম্পিকে দেশকে এনে দিতে চান কাঙ্খিত সোনা।

রোমান বলেন, “২০২৮ অলিম্পিকে সোনা জিততে চাই, সেটাই আমার লক্ষ্য। ২০২৪ অলিম্পিকও খেলব আমি। সেজন্যে সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা থাকবে আমার।”

Link copied!