এশিয়া কাপের আগে অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সাকিব আল হাসান। হেড কোচ রাসেল ডমিঙ্গোকে সরিয়ে দায়িত্ব পেয়েছেন শ্রীধরন শ্রীরাম। টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন শুরুর জন্য এই পরিবর্তন। অস্ট্রেলিয়া বিশ্বকাপ নয়, ২০২৪ বিশ্বকাপকে সামনে রেখেই এই পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটে মোটেও ছন্দে নেই বাংলাদেশ দল। ব্যর্থতার এই ধারাবাহিকতা এশিয়া কাপেও দেখা মিলেছে। বিশ্বকাপের আগে দলকে ছন্দে ফেরাতে শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প। এমনকি, দেশের বাইরেও যাওয়ার পরিকল্পনা করছে বিসিবি।
এতোসব পরিকল্পনার কোনোটাই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) মিরপুরে সংবাদমাধ্যমের সাথে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অস্ট্রেলিয়া নয়, বরং ২০২৪ বিশ্বকাপের আগে দলকে প্রস্তুত করতেই এতো আয়োজন। এই সময়ে দল খারাপ করলেও মন খারাপ না করার কথা বলেছেন।
তিনি বলেন, “একটা জিনিস পরিষ্কার করে বলি, আমরা এখন যা করছি সেটা এই বিশ্বকাপকে (অস্ট্রেলিয়া) সামনে রেখে না। যা কিছু হচ্ছে পরবর্তী বিশ্বকাপ (২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ) লক্ষ্য করে । এমন কোনো কোচ-বোর্ড নাই হঠাৎ করে রাতারাতি এক মাসের মধ্যে সবকিছু বদলে দিবে। এতো দিন যা হয়েছে হয়েছে সেটা দীর্ঘমেয়াদি চিন্তায়। আমরা পরের বিশ্বকাপকে লক্ষ্য করেছি।”
এই পরীক্ষা-নিরীক্ষায় দল হারলে কিংবা খারাপ করলে মন খারাপ করতে নিষেধ আছে পাপনের। তার চাওয়া, দল শিখুক ও ভালো করুক।
বলেন, “এটার (পরীক্ষা-নিরীক্ষা) জন্য কিছু উত্থান-পতন হবে। আমরা এটা সহ্য করতে রাজি। ওটা যদি খারাপ হয়, আমরা হতাশ হবো না। আমরা চাই ভালো করুক। ছয়-সাত মাস পর যেন ভালো দল দাঁড়িয়ে যায়। এক বছরের মধ্যে ভালো যেন একটা দল পাই সেটাই লক্ষ্য। এখন সব সময় রাখতে হবে লক্ষ্য পরবর্তী বিশ্বকাপ।”
এছাড়াও বিসিবি সভাপতি আবারো জানিয়েছেন, দল হিসেবে মানসিকভাবে পিছিয়ে আছে বাংলাদেশ। সেই সমস্যা সমাধানে কোচিং প্যানেলেও পরিবর্তন এসেছে বলে জানান তিনি।
নাজমুলের ভাষ্য, “আমরা আসলে টি-টোয়েন্টিটা অন্যান্য দেশের মতো বুঝে উঠতে পারছি না। না হলে আমাদের দল যদি ওয়ানডে ভালো খেলে, তাহলে টি-টোয়েন্টিতে কেন পারবে না? ক্রিকেটার তো একই। এই মাইন্ড সেটের ব্যাপার। একই ক্রিকেটার, একই কোচিং স্টাফ, আমরা একটা পরিবর্তন আনার চেষ্টা করছি।”