হারিয়ে যাওয়া লোকজ খেলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ০৯:৪৩ পিএম
হারিয়ে যাওয়া লোকজ খেলা

আগেকার দিনে গ্রামীণ লোকজন অবসর সময়ে মগ্ন থাকত তাদের প্রিয় খেলা নিয়ে। এসব খেলার মাধ্যমেই আগেকার লোকজন তাদের নিত্যদিনের বিনোদন খুঁজে নিত। কিন্তু সময় পাল্টানোর সঙ্গে সঙ্গে মানুষের যেমন অভ্যাসের পরিবর্তন হয়েছে, তেমনি পরিবর্তন হয়েছে মানুষের রুচিবোধের। বর্তমান সময়ে লোকজ খেলার কথা খুব কম লোকই মনে রেখেছে। 

চলুন স্মৃতিচারণা করি হারিয়ে যাওয়া লোকজ খেলা নিয়ে।

১. ইচিং বিচিং, ২. ওপেন টু বাইস্কোপ, ৩.কড়ি খেলা, ৪.কানামাছি, ৫.লাঠি খেলা, ৬.কাবাডি, ৭.কুতকুত, ৮. গোল্লাছুট, ৯. ষাঁড়ের লড়াই, ১০.বউচি, ১১. জব্বারের বলীখেলা, ১২. টোপাভাতি, ১৩. ডাংগুলি, ১৪. দাড়িয়াবান্ধা, ১৫.নুনতা খেলা
১৬. নৌকাবাইচ, ১৭. পুতুল খেলা, ১৮. ফুল টোকা, ১৯. বাঘ ছাগল খেলা, ২০. মার্বেল খেলা, ২১.মোরগ লড়াই, ২২. লাটিম, ২৩. লুডু, ২৪. ষোলো গুটি, ২৫. এক্কাদোক্কা, ২৬. এলাটিং বেলাটিং, ২৭. ঘুড়ি ওড়ানো, ২৮. গাইগোদানি/কডদু, ২৯. পানিঝুপ্পা, ৩০. গোলাপ-টগর, ৩১. রুমাল চুরি, ৩২. ফুটবল, ৩৩. অন্যান্য বল খেলা, ৩৪. র‍্যাকেট খেলা, ৩৫. একক খেলা, ৩৬. যুদ্ধ খেলা

Link copied!