• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব

সোহেলির নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২, ০৯:১৩ এএম
সোহেলির নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আগের দিনই আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম জয় পেয়েছিল সালমারা।

এই ম্যাচে আট বছর পর মাঠে নৈপুণ্য দেখানোর সুযোগ পান সোহেলি আক্তার। ম্যাচসেরা সোহেলির স্পিনেই কাবু হয় স্কটিশরা।

আবুধাবির মাঠে টস জিতে ব্যাট করতে নামে স্কটল্যান্ড। দলীয় মাত্র ১৩ রানেই ওপেনার অ্যালিসা লিস্টারকে ফেরান সানজিদা আক্তার মেঘলা। মাত্র ৩ রানের ব্যবধানে আরেক ওপেনারকে রানআউট করে বিদায় করেন নিগার সুলতানা। দুই ওপেনারের বিদায়ের পর আর বিপর্যয় সামাল দিতে পারেনি স্কটিশরা। নাহিদা আক্তার, সোহেলিদের বোলিং তোপে মাত্র ৭৭ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশও মাত্র ১০ রানে ওপেনার শামিমা সুলতানাকে হারায়। তিনি এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় হন। তবে আরেক ওপেনার মুর্শিদা খাতুন ও অধিনায়ক নিগার দলকে জয়ের পথে নেওয়ার মূল ভূমিকায় ছিলেন। প্রথম ম্যাচে আইরিশদের বিপক্ষে ম্যাচেও দলের জয়ে অবদান রাখেন এই জুটি।

মাত্র ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। স্কটিশদের বিপক্ষে ম্যাচ জিতে নেয় ৬ উইকেটে। সোহেলি ৪ ওভারে মাত্র ৭ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন। দলের নিয়মিত সদস্য জাহানারা আলম ও ফারজানা হকের চোটের কারণে দলে সুযোগ পান ৩৪ বছর বয়সী সোহেলি। সু্যোগ কাজে লাগাতে ভুল করেননি ৮ বছর পর সুযোগ পাওয়া এই স্পিনার।

Link copied!