• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

সুইডেনকে হারিয়ে বিশ্বকাপে পোল্যান্ড


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ৩০, ২০২২, ০৯:১৬ এএম
সুইডেনকে হারিয়ে বিশ্বকাপে পোল্যান্ড

মঙ্গলবার রাতে পোল্যান্ডের শহর খজুফে বিশ্বকাপ বাছাইয়ে ‘বি’ গ্রুপের ফাইনালে মুখোমুখি হয়েছিল স্বাগতিক পোল্যান্ড ও সুইডেন। সুইডিশদের ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে পা রাখল পোল্যান্ড।

ম্যাচের শুরুতে আক্রমণ করে প্রতিপক্ষকে বেশ চাপে ফেলে সুইডেন। ম্যাচের ১৮ মিনিটে দারুণ একটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। পোলিশরা বল জালে জড়ানোর তেমন সুযোগ পায়নি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের ৪৯ মিনিটে রবের্তো লেভানদোভস্কির সফল স্পট কিকে এগিয়ে যায় পোল্যান্ড। ডি-বক্সে পোলিশ ফুটবলার ফাউলের শিকার হলে পেলান্টি আদায় করে তারা। ম্যাচের ৫৭ মিনিটে সমতায় আসার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে সুইডেন।

ম্যাচের ৭২ মিনিটে দ্বিতীয় গোল পায় পোল্যান্ড। তীব্র গতিতে ডি-বক্সের ভেতর ঢুকে গোল আদায় করেন মিডফিল্ডার জিলিনস্কি। এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাসে আরও দাপট দেখিয়ে খেলতে থাকে পোল্যান্ড। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল পেতে ব্যর্থ হয় তারা। ২-০ গোলে ম্যাচ শেষ হয়। সুইডেনকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিয়েছে পোল্যান্ড।

Link copied!