• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সীতাকুণ্ডে হতাহতে বাংলাদেশ ফুটবল দলের প্রার্থনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৫, ২০২২, ০৭:৫০ পিএম
সীতাকুণ্ডে হতাহতে বাংলাদেশ ফুটবল দলের প্রার্থনা
ছবি- সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে গত কাল রাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে প্রায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। পুরো দেশ শোকে মুহ্যমান। বাংলাদেশের ক্রিকেট তারকা এর আগে নিজেদের ফেসবুক পেজে সাহায্য চেয়ে আহ্বান জানান। ফুটবল অঙ্গনকেও ছুঁয়ে গেছে এই ভয়াবহতা।

বাংলাদেশ ফুটবল দল এখন অবস্থান করছে মালয়েশিয়ায়। সেখানে নিজেদের ট্রেনিং সেশনে তারা সীতাকুণ্ডে হতাহতদের জন্য প্রার্থনা করেন ও ১ মিনিট নীরবতা পালন করেন। বাংলাদেশ দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো তার ফেসবুক পেজে একটি ছোট ভিডিও‍‍`র মাধ্যমে হতাহতের প্রতি তাদের এই সহানুভূতির বার্তা জানান।

এছাড়া জাতীয় দলের খেলোয়াড় জামাল ভূইয়া ও তপু বর্মণ পোস্টের মাধ্যমে সীতাকুণ্ডের ভয়াবহতা ও সাহায্যের আবেদন জানান।

জামাল ভূইয়া লেখেন, "আজ এক কঠিন সকাল ছিল আমার ও গোটা দেশবাসীর জন্য। সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সকল শহীদ ভাই-বোনদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। 

তবে, আমি মন থেকে কৃতজ্ঞতা জানাই স্বেচ্ছাসেবী ও ব্লাড ডোনারদের যারা গতরাতে মানবিকতার নতুন উদাহরণ সৃষ্টি করেছেন। আসুন সবাই মিলে মহান রাব্বুল আলামীনের কাছে এমন মুসিবত থেকে মুক্তির জন্য দোয়া চাই।"

তপু বর্মণ লিখেছেন, "প্রাকৃতিক সৌন্দর্যের শহর সীতাকুণ্ড আজ ভাল নেই।
ভগবান সহায় হোন, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ এ আসুক ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সাহসী যোদ্ধাদের হাত ধরে এই কামনা করি।"

Link copied!