• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিরিজ শুরুর আগেই করোনায় আক্রান্ত ফিন অ্যালেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ১১:১২ এএম
সিরিজ শুরুর আগেই করোনায় আক্রান্ত ফিন অ্যালেন

ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেট খেলে দলের সবার আগে বাংলাদেশে এসেছেন নিউজিল্যান্ড দলের ব্যাটসম্যান ফিন অ্যালেন। আসার দুই দিন পরেই করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। অবশ্য এর আগে দুই ডোজ টিকা নিয়েছেন তিনি। 

দলীয় হোটেলে কোয়ারেন্টাইনে থাকবেন তিনি। তার শরীরে কিছু উপসর্গ রয়েছে। 

অ্যালেনের চিকিৎক হিসেবে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীস চৌধুরী।

এরপরে করোনা টেস্টে নেগেটিভ ফলাফল এলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন অ্যালেন।

অ্যালেনের কোভিড পজিটিভ হওয়াকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে কিউইদের ম্যানেজার মাইক স্যান্ডেল বলেন, ‘এটা অ্যালেনের জন্য খুবই দুর্ভাগ্যজনক। এই মুহূর্তে তিনি স্বাভাবিক অবস্থায় আছে এবং আশা করছি তিনি দ্রুত সেরে উঠবেন। এবং আবার নেগেটিভ প্রমাণিত হলেই দলে ফিরবেন তিনি।’

অ্যালেন ইস্যুতে বিসিবির কৃতজ্ঞতা প্রকাশ করেছে কিউইদের ম্যানেজার। তিনি বলেন, ‘বিসিবি কর্তৃপক্ষ দারুণ পেশাদারত্বের পরিচয় দিয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তারা এই ইস্যু খুব ভালোভাবে দেখছে।’

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। পাঁচ ম্যাচের সব কটি হবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

Link copied!