বাংলাদেশ জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার পেসার সামিউর রহমান সামি ও স্পিনার মোশাররফ হোসেন রুবেল গতকাল মঙ্গলবার (১৯ এপ্রিল) ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই দুই ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে খেলেছেন মোহামেডান স্পোর্টিং লিমিটেডের হয়ে। এ কারণে সাবেক এই দুই ক্রিকেটারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঐতিহ্যবাহী ক্লাবটি।
বুধবার (২০ এপ্রিল) মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এক বার্তায় শোক জানিয়েছেন।
শোক বার্তায় ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেন, ‘‘মৃত্যু অবধারিত। এর থেকে বাঁচার কোনো উপায় নেই। সবাইকে একদিন, না একদিন যেতে হবে। কিন্তু একই দিন দুই ক্রিকেটার সামিউর রহমান সামি ও মোশাররফ হোসেন রুবেলের মৃত্যু ক্রীড়াঙ্গণের জন্য গভীর বেদনার। আমি দুই ক্রিকেটারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গবীর সমবেদনা জানাচ্ছি।’’
তিনি আরও বলেন, ‘‘এই দুই ক্রিকেটারই মোহামেডানের হয়ে খেলার সময় নিজেদের সেরাটা দিয়ে খেলেছেন। ক্লাবের অনেক সাফল্যে তাদের যথেষ্ট অবদান রয়েছে। দুই জনের বিদায়ই ক্রিকেটের জন্য অপূরণীয় ক্ষতি।’’
উল্লেখ্য, সামিউর রহমান সামি ও মোশাররফ হোসেন রুবেল দু’জনই দীর্ঘদিন ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। সামি ৬৮ বছর বয়সে মঙ্গলবার সকালে ও মোশাররফ হোসেন রুবেল ৪০ বছর বয়সে বিকেলে মারা যান।