চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবার খেলতে এসেই বাজিমাত করে চলেছে নবাগত ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটান্স। নিজেদের ১২তম ম্যাচে নবম জয় তুলে নিয়ে প্রথম দল হিসেবে এবারের আসরে প্লে অফ নিশ্চিত করেছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটি। সবশেষ তারা আরেক নবাগত দল লখনৌ সুপার জায়ান্টসকে ৬২ রানের ব্যবধানে হারিয়েছে।
মঙ্গলবার (১০ মে) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে গুজরাট টাইটান্স। শুরুতে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে তুলতে পারে মাত্র ৫৯ রান। ঋদ্ধিমান সাহা ১১ বলে ৫, ম্যাথু ওয়েড ৭ বলে ১০ ও হার্দিক পান্ডিয়া তৃতীয় ব্যাটার হিসেবে ফেরেন ১৩ বলে ১১ রান করে।
তবে ওপেনার শুভমান গিল একপ্রান্ত ধরে দলকে এগিয়ে নিতে থাকেন। চতুর্থ উইকেটে ডেভিড মিলারের সঙ্গে ৫২ রানের জুটি গড়ে দলকে একশ রান পার করেন। কিন্তু ২৪ বলে সমান ১ চার-ছক্কায় ২৬ রান করে আউট হন মিলার। পরে অবিচ্ছিন্ন জুটিতে শেষ ৪ ওভারে ৪১ রান তোলে রাহুল তেয়াতিয়া ও গিল।
ফলে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪৪ রান দাঁড় করায় গুজরাট। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪৯ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন গিল। ইনিংসটি সাজানো ছিল ৭টি চারের মারে। আর ১৬ বলে ২২ রান করেন তেয়াতিয়া।
লখনৌর বোলারদের মধ্যে আভেশ খান নিয়েছেন দুই উইকেট। এছাড়া জেসন হোল্ডার ও মহসিন খানের শিকার একটি করে উইকেট।
জবাবে রান তাড়া করতে নেমে লখনৌ এক দ্বীপক হুদার ২৬ বলে ২৭ রান ছাড়া কেউ বড় সংগ্রহ করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান আসে শেষ ব্যাটার আভিশ খানের ব্যাট থেকে। ফলে ১৩ ওভার ৫ বলে মাত্র ৮২ রানে অলআউট হয়ে যায় লোকেশ রাহুলের দল।
গুজরাটে পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন আফগান স্পিনার রশিদ খান। এছাড়া যশ দয়াল ও সাই কিশোর শিকার ২টি করে।