• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

লেভানডোভস্কির জোড়া গোলে জয়ে ফিরল বার্সেলোনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২, ১১:১১ এএম
লেভানডোভস্কির জোড়া গোলে জয়ে ফিরল বার্সেলোনা

ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে শনিবার রাতে লা লিগার ম্যাচে মাঠে নেমেছিল বার্সেলোনা ও এলচে। ঘরের মাঠে প্রতিপক্ষের ওপর প্রভাব রেখে ৩-০ গোলে ম্যাচ জিতে নিয়েছে জাভি হার্নান্দেজের দল।

লা লিগায় বেশ ছন্দেই ছিল বার্সেলোনা। তবে গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-০ গোলে হেরে যায় স্প্যানিশ ক্লাবটি। টানা পাঁচ ম্যাচ জয়ের পর ছন্দপতন ঘটে তাদের। রবের্ত লেভানডোভস্কির জোড়া গোলে আবার জয়ে ফিরেছে দলটি।

ম্যাচের শুরুতে এলচে বার্সেলোনার বিপক্ষে বেশ ভালো প্রতিরোধ গড়ার চেষ্টা করে। তবে ম্যাচের ১৪ মিনিটে লেভানডোভস্কিকে টেনে ফেলে দিয়ে গঞ্জালো ভেরদু লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় এলচে।

প্রতিপক্ষের এই দুর্বলতার সুযোগ নিয়ে আক্রমণের ধার বাড়ায় বার্সেলোনা। বারবার আক্রমণের চূড়ান্ত সাফল্য আসে ম্যাচের ৩৪ মিনিটে। আলেহান্দ্রোর পাসে ছুটে গিয়ে গোল আদায় করেন পোলিশ তারকা লেভানডোভস্কি।

ম্যাচের ৪১ মিনিটে ব্যবধান ২-০ করেন মেমফিস ডিপাই। এই ডাচ ফরোয়ার্ডও গোল আদায় করেন আলেহান্দ্রোর পাসে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের ৪৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল পান লেভানডোভস্কি। উসমানে দেম্বেলের বাড়ানো লম্বা শট ফাঁকায় পেয়ে গোলের সুযোগ হাতছাড়া করেননি এই ফরোয়ার্ড।

ম্যাচের বাকি সময় গোল না পেলেও আক্রমণে আধিপত্য ধরে রাখে বার্সেলোনা। স্বাচ্ছন্দ্যে ৩-০ গোলের জয় নিয়েই লিগে শীর্ষে ফেরে তারা। এই জয়ে টানা অপরাজিত বার্সেলোনার পয়েন্ট ১৬। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৫।

Link copied!