ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের উন্মাদনা শুরু হয়ে গেছে গত শনিবার থেকে। তার ধারাবাহিকতায় আজ দিনের একমাত্র ম্যাচে নবাগত দুই দল গুজরাট টাইটান্স ও লখনৌ সুপার জায়ান্টস মুখোমুখি হবে। ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
সোমবার (২৮ মার্চ) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নবাগত দুই দলের খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।
আইপিএলে প্রথমবারের মতো পান্ডিয়া ভাতৃদ্বয়কে দেখা যাবে মুখোমুখি লড়তে। এর আগে দুজনই একসাথে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। এখন হার্দিক পান্ডিয়া গুজরাটের অধিনায়ক। আর ক্রুনাল পান্ডিয়া খেলছেন লখনৌর হয়ে।
এছাড়া আইপিএলে প্রথমবারের মতো সানরাইজার্স হায়দরাবাদের বাইরে খেলতে দেখা যাবে আফগান লেগস্পিনার রশিদ খানকে। নতুন দল গুজরাট টাইটান্সের সহ-অধিনায়কও তিনি।
গুজরাট টাইটানস একাদশ: শুভমান গিল, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), বিজয় শঙ্কর, অভিনব মনোহর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, লকি ফার্গুসন, মোহাম্মদ শামি ও বরুণ অ্যারন।
লখনৌ সুপার জায়ান্টস একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এভিন লুইস, মনীশ পান্ডে, দীপক হুদা, ক্রুনাল পান্ডিয়া, মহসিন খান, আয়ুশ বাদোনি, দুষ্মন্ত চামেরা, রবি বিষ্ণুই ও আভেশ খান।