• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রোনালদোকে রিয়ালে ফেরার পরামর্শ সতীর্থ ফন্তের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৮, ২০২২, ০৪:১৬ পিএম
রোনালদোকে রিয়ালে ফেরার পরামর্শ সতীর্থ ফন্তের
ফাইল ছবি

ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে খুব একটা ভাল পারফর্মেন্স দেখাতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্ট টেবিলে মাত্র ৫৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থেকে শেষ করেছে দলটি। যে কারণে এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে অবনমন হয়ে ইউরোপা লিগে জায়গা পান ক্রিশ্চিয়ানো রোনালদোর দলটি।

কিন্তু ক্যারিয়ারের বেশিরভাগ সময় পর্তুগিজ এই তারকার কেটেছে ইউরোপের শ্রেষ্ঠত্বের চ্যাম্পিয়ন্স লিগে। তাই ম্যানচেষ্টার ইউনাইটেডে চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে দেন রোনালদো। এজন্য পারিবারিক কারণ দেখিয়ে ম্যানইউর প্রাক মৌসুম প্রস্তুতিতেও যোগ দেননি ৩৭ বছর বয়সী এই তারকা।

আগামী ১২ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাজামঙ্গল স্টেডিয়ামে লিভারপুলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ম্যান ইউ। দলের সঙ্গে সফরে যাচ্ছেন না সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।

দলের সবচেয়ে বড় তারকার অনুশীলনে ফেরার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়নি ম্যান ইউ। সব সংকট দূর করে অনুশীলনে যোগ দিতে পারবেন রোনালদো। তবে তার ইচ্ছা অবশ্য ভিন্ন। ম্যান ইউতে যোগ না দিয়ে নতুন ক্লাবের খোঁজ করছেন রোনালদো ও তার এজেন্ড হোর্হে মেন্ডেস।

এই আলোচনার মাঝেই নিজের মতামত দিয়েছেন রোনালদোর পর্তুগিজ সতীর্থ হোসে ফন্তে। তার মতে, আবার রিয়াল মাদ্রিদে ফেরাই হবে রোনালদোর জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত। স্প্যানিশ ক্লাবটিতে খেলেই নিজের সেরা সব অর্জন পেয়েছেন রোনালদো।

টকস্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোর দলবদল বিষয়ক বর্তমান আলোচনার ব্যাপারে ফন্তে বলেছেন, ‘সে (রোনালদো) রিয়াল মাদ্রিদে ফিরবে না? যদি ফেরে তবে তার জন্য এটিই সেরা হবে। তারা (রিয়াল) তাকে ফেরাতে চায় কি না সেটি ভিন্ন প্রশ্ন।’

তিনি আরও বলেন, ‘আমি যেটা জানি, রোনালদো চ্যাম্পিয়ন্স লিগ ভালোবাসে। তার মতে, এটিই বিশ্বের সেরা প্রতিযোগিতা এবং সে জানে ব্যালন ডি অর জিততে কেমন পারফরম্যান্স করতে হবে। ব্যালন ডি অর জিততে তাকে বিভিন্ন ট্রফি জিততে হবে।’

Link copied!