• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
আইপিএল নিলাম

রাহানেকে ভিত্তিমূল্যেই দলে ভেড়াল কেকেআর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২, ০২:১১ পিএম
রাহানেকে ভিত্তিমূল্যেই দলে ভেড়াল কেকেআর
ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের দ্বিতীয় ও শেষ দিনের নিলাম শুরু হয়েছে। নিলামে আইপিএলে দেড়শ ম্যাচ খেলা অভিজ্ঞ অজিঙ্কা রাহানেকে তার ভিত্তিমূল্য ১ কোটি রুপিতেই দলে ভেড়াল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে ওপেন করতে পারেন তিনি।

রোববার (১৩ ফেব্রুয়ারি) কলকাতা নাইট রাইডার্স তাদের ১২.৬৫ কোটি রুপি নিয়ে নিলাম শুরু করে। দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামকে ২.৬ কোটি রুপিতে কিনে সানরাইজার্স হায়দরাবাদ। এরপর নাম আসে রাহানের। নিলামে বাকি ফ্রাঞ্চাইজি আগ্রহ না দেখালেও কেকেআর ভারতীয় দলের এই ক্রিকেটারকে লুফে নেয়।

আইপিএল ক্যারিয়ারে তার ব্যাটিং রেকর্ড ঈর্ষণীয়। আছে আইপিএলে ওপেনিং করার অভিজ্ঞতাও। তবে সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলে নেই কয়েকবছর হয়ে গেছে। ধারাবাহিকতার অভাবে টেস্ট দলেও তার জায়গা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। সেই অজিঙ্কা রাহানেকে নিলাম থেকে তুলে নিয়ে চমক দিল কেকেআর।

কেকেআর তাদের নিয়মিত ওপেনার শুভমান গিলকে হারিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। ফলে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গী ওপেনারের খোঁজ করছিল তারা। রোববার নিলামের শুরুতেই রাহানেকে দলে পেয়ে স্বস্থির নিঃশ্বাস ফেলতেই পারে কেকেআর। সব কিছু ঠিকঠাক চললে তিনিই হয়তো আইয়ারের সঙ্গী ওপেনার।

রাহানে তার আইপিএল ক্যারিয়ারে ১৫১ ম্যাচের ১৪১ ইনিংসে ৩১.৫৩ গড়ে ৩৯৪১ রান করেছেন। ১২১.৩৪ স্ট্রাইক রেটের সঙ্গে ২৮ অর্ধশতকের সঙ্গে রয়েছে ২ টি শতক। 
 

Link copied!