আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সাবেক মিডল অর্ডার ব্যাটার নুর-উল-হক মালিকজাইকে সিনিয়র দলের প্রধান নির্বাচক হিসেবে পূর্ণাঙ্গ মেয়াদেই নিয়োগ দিয়েছে। এর আগে গত তিন মাস ধরে অন্তর্বর্তীকালীন মেয়াদে আফগানিস্তানের নির্বাচকের দায়িত্ব পালন করে আসছিলেন মাত্র ২৯ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার।
সোমবার (২১ ফেব্রুয়ারি) এসিবির এক বিবৃতিতে তার নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।
এ গুরুদায়িত্ব পাওয়ার পর নুর-উল-হক বলেছেন, ‘আমাদের সামনে ব্যস্ত ২০২২ সাল রয়েছে। যেখানে শুধু স্বল্পমেয়াদি নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলোও বাস্তবায়ন করতে হবে আমাদের। আমাদের দেশে অনেক প্রতিভা রয়েছে। তাদের যথাযথ সুযোগ দিতে হবে এখন।’
অন্যদিকে এসিবির প্রধান নির্বাহী নাসিব খান অন্তর্বর্তীকালীন দায়িত্বে নুর-উল-হকের কাজের প্রশংসা করেছেন। মূলত এ কারণেই তাকে পূর্ণাঙ্গ মেয়াদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নাসিব খান বলেন, ‘ভারপ্রাপ্ত প্রধান নির্বাচক হিসেবে দারুণ কাজ করেছে নুর-উল-হক। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং আমাদের সাম্প্রতিক নেদারল্যান্ডস ও বাংলাদেশ সিরিজের দল ঘোষণায় মুন্সিয়ানা দেখিয়েছে সে। আমি তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’
খেলোয়াড়ি ক্যারিয়ার খুব বড় ছিল না নুর-উল-হকের। ২০১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তানের অধিনায়ক ছিলেন তিনি। পরে খেলেছেন ২০১২ সালের যুব বিশ্বকাপেও। জাতীয় দলের হয়ে ২ ওয়ানডেতে থেমে গেছে নুর-উল-হকের আন্তর্জাতিক ক্যারিয়ার। এছাড়াও তিনি ১৮টি প্রথম শ্রেণীর ম্যাচ, ১৩টি লিস্ট-এ ম্যাচ এবং ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
উল্লেখ্য, বোর্ডে "অ-ক্রিকেটারদের" থেকে খুব বেশি বাধা এবং হস্তক্ষেপের অভিযোগে ২০২০ সালের জুনে প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছিলেন আসাদুল্লাহ খান। এরপর অন্তর্বর্তীকালীন মেয়াদে আফগানিস্তানের নির্বাচকের দায়িত্ব পালন করে আসছিলেন মালিকজাই। এবার পূর্ণ দায়িত্ব বুঝে নিলেন তিনি।