• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

মিরাজের ঘূর্ণিতে স্টাম্প হারালেন বাবর আজম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ১১:১২ এএম
মিরাজের ঘূর্ণিতে স্টাম্প হারালেন বাবর আজম

চট্টগ্রামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। দিনের শুরুতেই তাইজুল ইসলামের জোড়া আঘাতে বিদায় নেন আবদুল্লাহ শাফিক ও আজহার আলী। আর ড্রিংকসের ঠিক আগে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে স্টাম্প হারান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৬৯ রান। ব্যাট করছেন আবিদ আলী (১০৭*) ও ফাওয়াদ আলম (০*)।

আগের দিনের বিনা উইকেটে ১৪৫ রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান। কিন্তু তৃতীয় দিনের শুরুর ওভারেই দুই উইকেট হারিয়ে ফেলে তারা। দিনের প্রথম ওভার করতে এসে আবদুল্লাহ শাফিককে এলবিডাব্লুর ফাঁদে ফেলেন তাইজুল। আর আগে ৫২ রান করেন এই ওপেনার। তিনে নামা আজহার আলী তাইজুলের এলবিডাব্লুর ফাঁদে পড়ে গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফরেন।

অন্য প্রান্তে আবিদ আলী অবশ্য ক্রমে সেঞ্চুরির দিকে এগিয়ে যান। তার সঙ্গে যোগ দেন অধিনায়ক বাবর আজম। দুইজনের ব্যাটিংয়ে কিছুটা এগোচ্ছিল পাকিস্তান। এই ফাঁকে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন আবিদ। কিন্তু ড্রিংসের ঠিক আগ মুহূর্তে মিরাজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়নে বাবর আজম (১০)।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১০ উইকেটে ৩৩০ রান তোলে বাংলাদেশ। লিটন দাস ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে করেন ১১৪ রান। এছাড়া মুশফিকুর রহিম করেন ৯১ রান। 

Link copied!