• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

মাহমুদউল্লাহকে বাদ দিয়ে বিশ্বকাপ দল ঘোষণা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২, ০২:৫৯ পিএম
মাহমুদউল্লাহকে বাদ দিয়ে বিশ্বকাপ দল ঘোষণা

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের স্কোয়াডে নেই মাহমুদউল্লাহ। বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয় বিশ্বকাপের দল।

তবে দল ঘোষণার আগে মিরপুরে শ্রীধরন শ্রীরামের তিন দিনের বিশেষ ক্যাম্পের মাধ্যমে ক্রিকেটারদের পরখ করে নিতে চেয়েছিল বিসিবি। তবে বৃষ্টি বাদ সাধে। বৃষ্টি-বাধায় আবহ ক্যাম্প এক দিনেই পণ্ড হয়ে গেছে। তাই ক্রিকেটারদের ঠিকঠাক পর্যবেক্ষণ করতে পারেননি টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীরাম।

তবে আর অপেক্ষা বাড়ায়নি বিসিবি। আজ মিরপুরে আসন্ন বিশ্বকাপ উপলক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দল ঘোষণার আগে মাহমুদউল্লাহ রিয়াদের দলে অন্তর্ভুক্তি নিয়ে রহস্য ছিল। সে সংশয়ের অবসান ঘটেছে আজ। স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি, দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড

লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ এবং নাজমুল হাসান শান্ত।

স্ট্যান্ডবাই : শরিফুল ইসলাম, শেখ মেহেদী, রিশাদ হোসেন ও সৌম্য সরকার।

Link copied!