• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
নারী এশিয়া কাপ

ভারতের কাছে ৫৯ রানে হার বাংলাদেশের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২, ০৪:৩৫ পিএম
ভারতের কাছে ৫৯ রানে হার বাংলাদেশের

নারী এশিয়া কাপে শনিবার (৮ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারত মুখোমুখি লড়াইয়ে নামে। ম্যাচে বাংলাদেশকে ৫৯ রানে হারিয়ে দিয়েছে ভারত।

টস হেরে টাইগ্রেসরা ফিল্ডিংয়ে নামে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান করে সফরকারীরা।

ভারতের মেয়েরা ইনিংসের শুরু থেকেই বাংলাদেশের ওপর চড়াও হয়ে খেলতে থাকে। তাদের প্রথম উইকেটের পতন ঘটে দলের ৯৬ রানে। হারমনপ্রীত কৌরের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া স্মৃতি মান্ধানা ব্যক্তিগত ৪৭ রানে রানআউট হন। আর মাত্র ১৮ রান যোগ করে আরেক ওপেনার শেফালি ভার্মা রুমানা আহমেদকে উইকেট তুলে দেন। শেফালি ৪৪ বলে ৫৫ রান করেন। এই উইকেটের পতনের পর দ্রুতই ফেরেন রিচা ঘোষ। তিনি আউট হন ১২৫ রানে। এই রানেই পরপর দুই উইকেটের পতন ঘটে।

তবে জেমিমা রদ্রিগেস একপ্রান্ত আগলে রান তুলতে থাকেন। তার ব্যাট থেকে আসে ২৪ বলে অপরাজিত ৩৫* রান। ভারতের ইনিংস থামে ৫ উইকেটে ১৫৯ রানে।

বাংলাদেশের রুমানা আহমেদ তিনটি উইকেট পান। একটি উইকেট পান সালমা খাতুন। 

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে বেশ ভালো ইনিংসের ইঙ্গিত দেয় বাংলাদেশ। দলীয় ৪৫ রানে প্রথম উইকেটের পতন ঘটে টাইগ্রেসদের। ওপেনার মুর্শিদা খাতুন ২৫ বলে ২১ রানে আউট হন। আরেক ওপেনার ফারজানা হক অধিনায়ক নিগার সুলতানাকে সাথে নিয়ে রানের গতি বাড়াতে চেষ্টা করেন।

তবে ইনিংসের ৬৮ রানে ফারজানা ৪০ বলে ৩০ রানে আউট হন। এক রান যোগ হতে রুমানা আহমেদের উইকেট হারায় বাংলাদেশ। দলের ৯১ রানে রিতু মনির উইকেটও হারায় তারা। তিন রানের ব্যবধানে নিগার ২৯ বলে ৩৬ রানে আউট হলে বাকি ব্যাটারদের ব্যাটিং বিপর্যয় শুরু হয়। 
শেষদিকের ছয় ব্যাটার ব্যক্তিগত স্কোর দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে পারেননি। বাংলাদেশের ইনিংস থামে ৭ উইকেটে ১০০ রানে। ভারত জয় পায় ৫৯ রানে।  
 

Link copied!