• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতের বিপক্ষে কাউন্টি দলের অধিনায়ক শান মাসুদ!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৭, ২০২২, ০৭:০৮ পিএম
ভারতের বিপক্ষে কাউন্টি দলের অধিনায়ক শান মাসুদ!
ছবি সংগৃহীত

আগামী ১ জুলাই থেকে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে সফরকারী ভারত। সফরে একটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে অধিনায়ক রোহিত শর্মার দল। সফর শুরুর আগে কাউন্টি ক্রিকেটের দল ডার্বিশায়ারের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। যেই ম্যাচে ডার্বিশায়ারের অধিনায়কত্ব করবেন পাকিস্তানি ক্রিকেটার শান মাসুদ।

বর্তমানে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ডাবলিনে অবস্থান করছে ভারতীয় দল। এখানে আগামীকাল দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে দুই দল। এই শেষে সরাসরি ইংল্যান্ডে চলে যাবে ভারতীয় দল। চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার ডার্বিশায়ারের বিপক্ষে টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল।

একই দিনে এজবাজস্টনে ভারতীয় টেস্ট দল ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে। তাই জাতীয় দলে থাকা ক্রিকেটারদের বাদ দিয়েই প্রস্তুতি ম্যাচ খেলবে ডার্বিশায়ার। এই ম্যাচে ডার্বিশায়ারকে নেতৃত্ব দিবেন শান মাসুদ।

অবশ্য শুধু ভারতের বিপক্ষে ম্যাচ নয় ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টেও ডার্বিশায়ারকে নেতৃত্ব দিচ্ছেন এই ক্রিকেটার। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও রানের ফোয়ারা ফোটাচ্ছেন তিনি। ১০ ইনিংসে ৪৫.৭৫ গড়ে করেছেন ৩৬৬ রান।

কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও ভাইটালিটি ব্লাস্টে রানের মধ্যে থাকা এই ক্রিকেটার ইতিমধ্যেই শ্রীলঙ্কা সফরে পাকিস্তান দলে ডাক পেয়েছেন। চলতি বছরের ১৬ জুলাই থেকে শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে পাকিস্তান দল।

শান মাসুদ কাউন্টি চ্যাম্পিয়নশিপে দারুণ ছন্দে থাকলেও পাকিস্তানের জার্সিতে তার পারফর্মেন্স খুব একটা ভালো না। এখন পর্যন্ত ২৫ টেস্ট খেলে ২৯.৩১ গড়ে করেছেন ১৩৭৮ রান।

Link copied!