• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

ভারতীয় ক্রিকেটারকে হুমকি দিয়ে নিষেধাজ্ঞায় সাংবাদিক


ফারজানা ববি
প্রকাশিত: মে ৫, ২০২২, ১১:৪৫ এএম
ভারতীয় ক্রিকেটারকে হুমকি দিয়ে নিষেধাজ্ঞায় সাংবাদিক
ঋদ্ধিমান সাহা

ভারতীয় দলের সিনিয়র উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে হুমকি দেওয়ায় বোরিয়া মজুমদার নামের এক সাংবাদিককে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে বিসিসিআই। বোর্ডের পক্ষ থেকে এই ক্রীড়া সাংবাদিককে খেলোয়াড়দের সাক্ষাৎকার নিতে এবং দেশের যেকোনো স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বিসিসিআই এপেক্স কাউন্সিল কর্তৃক অনুমোদিত নিষেধাজ্ঞার অংশ হিসেবে বোরিয়াকে দুই বছরের জন্য মিডিয়া স্বীকৃতি দেওয়া হবে না।

জানা যায়, বোরিয়া ঋদ্ধিমানের একটি সাক্ষাৎকার নিতে চেয়েছিলেন। এ কারণে ক্রিকেটারকে হোয়াটসঅ্যাপে নক করেন তিনি। এমনকি কলও করেন। কিন্তু ঋদ্ধিমান কোনো ফিরতি কল বা ম্যাসেজ না করায় ক্ষেপে যান সাংবাদিক। তাকে হুমকিতে জানান, আর কখনোই তার সাক্ষাৎকার তিনি নেবেন না। এবং এই বিষয়টি মনে রাখবেন।

ঋদ্ধিমান গত ফেব্রুয়ারিতে ম্যাসেজের স্ক্রিনশটটি প্রকাশ করেন। যদিও সাহা প্রথমে সাংবাদিকের নাম বলতে অস্বীকৃতি জানান। অবশ্য পরে তিনি বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা, বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমাল এবং বিসিসিআই কাউন্সিলরের সমন্বয়ে গঠিত তিন সদস্যের কমিটির সামনে বক্তব্য পেশ করার সময় সাংবাদিকের নাম বলেন।

Link copied!