• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
আইপিএল ২০২২

বেঙ্গালুরুর বোলারদের কাছে পরাস্ত কেকেআরের ব্যাটাররা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩০, ২০২২, ০৯:৫৬ পিএম
বেঙ্গালুরুর বোলারদের কাছে পরাস্ত কেকেআরের ব্যাটাররা
ছবি সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শুরুটা হয়েছে পুরোপুরি দুই রকম। চেন্নাইয়ের বিপক্ষে কেকেআর জিতেছিল বোলারদের কল্যাণে, সেখানে পঞ্জাব কিংসের কাছে বেঙ্গালুরুর হার বোলারদের ব্যর্থতায়। কিন্তু আজ বেঙ্গালুরুর বোলারদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন কেকেআর। নির্ধারিত সময়ের আগেই ১২৮ রানে গুটিয়ে গেছে শাহরুখ খানের দল। 
 
বুধবার (৩০ মার্চ) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে কলকাতা। শুরুটাই বাজে করে তারা। যা পুরো ইনিংসেই অব্যাহত ছিল। দলীয় ১৪ রানে ভেঙ্কটেশ আয়ার বিদায়ের পর পাওয়ার প্লেতে আরও দুই উইকেট হারায় কলকাতা। আগের ম্যাচের সেরা অধিনায়ক শ্রেয়াস আইয়ারও টিকতে পারেননি বেশিক্ষণ। ফলে ১০ ওভারের মাঝেই ৬ উইকেট হারিয়ে ধুকতে থাকে কলকাতার ব্যাটিং ইউনিট। 

ব্যাটিং বিপর্যয়ে পড়ে কলকাতার হার্ডহিটার অ্যান্দ্রে রাসেল ঝড় তোলেন। তবে তাকে সংগ দিতে পারছিলেন না বাকিরা। ফলে দলীয় ৯৯ রানে যখন ৮ উইকেট হারিয়ে বসেছিল তারা, সেখান থেকে দলকে শেষ উইকেটে ২৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে সংগ্রহ ১২৮ রান পর্যন্ত নিয়ে যান উমেষ যাদব ও বরুণ চক্রবর্তী।  দলের পক্ষে সর্বোচ্চ রান আসে রাসেলের ব্যাট থেকে, ২৫ রান। এছাড়া উমেষ যাদবের ব্যাট থেকে আসে ১৮ রান। 

ব্যাঙ্গালুরুর পক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪টি উইকেট দখল করেন। এছাড়া আকাশ দ্বীপ ৩টি, হার্শাল প্যাটেল ২টি ও মোহাম্মদ সিরাজ পান ১টি উইকেট।

Link copied!