• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বকাপে টিকে রইল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২, ০৯:০১ এএম
বিশ্বকাপে টিকে রইল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯

বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবাদের। প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে ইংল্যান্ডের কাছে শোচনীয় পরাজয় ঘটেছে তাদের। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে তারা। কানাডার বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়ে বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে।

নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বাংলাদেশ কানাডার ১৩৬ রানের লক্ষ্য পেরিয়ে যায় ১১৯ বল বাকি থাকতে। সেন্ট কিটসে ‘এ’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে সতর্ক শুরু করে কানাডা। প্রথম ১০ ওভারে কোনো উইকেট হারায়নি তারা। উইকেট না পেলেও বাংলাদেশের বোলাররা ১০ ওভারে মাত্র ৩৪ রান খরচ করেছে। একাদশ ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন রিপন মন্ডল। এরপর নিয়মিত উইকেটের পতন হতে থাকে কানাডার। মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। একমাত্র অনুপ চিমা দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন।
বাংলাদেশের পক্ষে এস এম মেহরাব ও রিপন মন্ডল ৪টি করে উইকেট লাভ করেন। আশিকুর জামান পান ২টি উইকেট।

১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের শুরুটা তেমন ভালো হয়নি। ১২ রানে মাহফিজুল ইসলামের বিদায় হয়। তবে দ্বিতীয় উইকেটে ৭৬ রানের জুটিতে দলকে এগিয়ে নেন প্রান্তিক নওরোজ নাবিল ও ইফতিখার হোসেন। নাবিল আউট হলে আইচ মোল্লাকে নিয়ে জয়ের কাজটা সেরেই ফেরেন ইফতিখার। দলের পক্ষে তার সর্বোচ্চ ৬১ রান।

শনিবার (২২ জানুয়ারি) গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।

Link copied!