দেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন প্রায় দুই বছর আগে। এরপর ইনজুরি, দলে জায়গা না পাওয়া বিভিন্ন কারনেই দলে ছিলেন না টাইগার পেসার আল আমিন হোসেন। জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দলের স্কোয়াডে ফিরলেও খেলতে পারেননি কোন ম্যাচ। তবে ফিরে আসার পর দলের একাদশে জায়গা পাওয়া যে কত কঠিন তা জানেন আল আমিন। আসন্ন জাতীয় ক্রিকেট লিগকে (এনসিএল) সামনে রেখে মিরপুরে অনুশীলনের ফাঁকে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে এসব কথা বলেন আল আমিন।
দলে এখন স্বাস্থ্যকর প্রতিযোগিতা দেখা যায়। আর দলে ফেরা সব সময়ই চ্যালেঞ্জিং জানিয়ে আল আমিন বলেন, ‘সব সময়ই চ্যালেঞ্জিং। বাংলাদেশ দলে খেলা সব সময় চ্যালেঞ্জিং, যে সময় আমরা খেলছি তখনো চ্যালেঞ্জিং ছিল। হ্যাঁ, এখন উঠতি কিছু ভালো খেলোয়াড় এসেছে, ওরা ভালো করছে। আমরা যারা দলের বাইরে আছি তারা যদি ওদের চেয়ে ভালো করতে পারি তো সেক্ষেত্রে ওদেরও তাড়নাটা বেশি থাকবে। সবকিছু মিলে একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা হবে। এটা সবার জন্য ভালো হবে। আসলে দেখেন পৃথিবীতে কোনো জায়গা স্থায়ী না।’
আল আমিনকে বলা হত টি-টোয়েন্টি স্পেশালিস্ট বোলার। অথচ তিনিই এখন নেই দলে। তার এ অনুপস্থিতিতে হতাশ আল আমিন বলেন, ‘এটা (টি-টোয়েন্টি বিশেষজ্ঞ) বলা হতো আর এখন হলো (হতাশ। পরিস্থিতি ভিন্ন, গত ৪-৫ মাস যাবৎ ইনজুরিতে ছিলাম। তো ইনজুরি থেকে সেরে উঠে বোলিংটা শুরু করেছি। এটা তো অবশ্য পোড়ায় কারণ দেখা যাচ্ছে যে একটা খেলোয়াড় জাতীয় দলে দাপটের সাথে খেলছে। বিশেষ করে টি-২০ হলেই প্রথম অগ্রাধিকার ছিলাম।’
বোলিংয়ে আরও নতুন কিছু যোগ করে নিজেকে কীভাবে সামনে নিয়ে যাওয়া যায়, কীভাবে জাতীয় দলে জায়গা পাওয়া যায় সে বিষয়ে মনোযোগী আল আমিন। বলেন, ‘সেক্ষেত্রে এখন যেকোনো কারণে দলে নাই। চেষ্টা করছি কি বলা হতো বা কি হতো ওইগুলো চিন্তা না করে সামনে কীভাবে এগিয়ে নেওয়া যায় । নিজেকে নিজেকে আরও সুপারফিট করে বা বোলিংয়ের বিশেষ করে টি-২০ বোলিংয়ে ইয়র্কার, স্লোয়ার বা বাউন্সার যেগুলো দিয়ে ব্যাটসম্যানকে পরাস্ত করা যায় সে জিনিসগুলো নিয়েই বেশি বেশি কাজ করছি।’
ইনজুরি থেকে ফিরে সামনে ভালো করার আশায় তিনি বলেন, ‘আর এখন মেইন টার্গেট যেহেতু ৪-৫ মাস ক্রিকেটের বাইরে ছিলাম আমাদের সামনে জাতীয় লিগের খেলা আছে। ফিটনেস টেস্ট আছে বা ফিটনেসটা আরও কিভাবে ভালো করে ন্যাশনাল লিগ দিয়ে কামব্যাক করা যায় সেই চেষ্টার করছি।’
টি-টোয়েন্টিতে ৩১ ম্যাচে ৪৩ উইকেট শিকার করেছেন আল আমিন।