• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশ থেকে সরল অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২২, ০৪:০১ পিএম
বাংলাদেশ থেকে সরল অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ
ছবি সংগৃহীত

আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের প্রথম আসর গত ২০২০ সালের ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনা মহামারির ঊর্ধ্বগতির কারণে গেল বছরেও তা আয়োজন করা সম্ভব হয়নি। চলতি বছর আসরটি আয়োজন করা হবে, তবে সেটি বাংলাদেশ থেকে সরে নতুন আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকায়।

বুধবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।

নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘‘প্রমীলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম আসর আয়োজনে আমাদের আগ্রহ ছিল। এ জন্য আইসিসিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সেই দায়িত্ব দিয়েছিল। কিন্তু করোনার কারণে ২০২০ সালের আসরটি পিছিয়ে যায়।’’

তিনি আরও বলেন, ‘‘আমাদের যে এফটিপি কমিটমেন্ট আছে এটার কারণে সেই সময় আমরা ঢাকায় কোনো ম্যাচ আয়োজন করতে পারছি না। যেহেতু ঢাকার বাইরে বাজেট অনুযায়ী করা কঠিন, তাই সার্বিক বিষয় বিবেচনা করে দক্ষিণ আফ্রিকাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

এদিকে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের সঙ্গে সহ-আয়োজক হিসেবে থাকবে বাংলাদেশের নাম। এই সময়ের আগে এশিয়ায় অনুষ্ঠিতব্য আইসিসি ইভেন্টগুলোর সহ-আয়জকের দায়িত্ব পাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না নিজামউদ্দিন চৌধুরীর কাছে এমন প্রশ্ন করা হয় গণমাধ্যম থেকে।

এই বিষয়ে বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘‘আইসিসি আয়োজিত ইভেন্টগুলো কোথায় অনুষ্ঠিত হবে সেটা তারাই ঠিক করে দেয়। ফলে কেউ দায়িত্ব পাওয়ার পর তার সাথে সহ-আয়োজক হিসেবে কাউকে নতুন করে যুক্ত করার সুযোগ বোধহয় এখন নেই, বা এমন হয় না আসলে।’’

Link copied!