• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট শুরু ১৯ মার্চ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ০৯:২১ পিএম
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট শুরু ১৯ মার্চ
ছবি- সংগৃহীত

আগামী ১৯ মার্চ ঢাকায় শুরু হচ্ছে "বঙ্গবন্ধু কাপ ২০২২" আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। আট দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা শেষ হবে ২৪ মার্চ।

এই প্রতিযোগিতায় অংশ নিতে বিদেশি দলগুলো ১৬ ও ১৭ মার্চ বাংলাদেশে আসার কথা রয়েছে।

টুর্নামেন্টটির পরিধি বৃদ্ধিতে এবার এশিয়ার বাইরে ইউরোপ ও আফ্রিকা মহাদেশের একাধিক দেশকে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ কাবাডি ফেডারেশন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউরোপের ইংল্যান্ড, আফ্রিকার কেনিয়া, মধ্যপ্রাচ্যের ইরাক, আশিয়ানের মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া এবং দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ- এই আট দেশ নিয়ে হবে দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট।

এ উপলক্ষে সোমবার (১৪ মার্চ) বাংলাদেশ দলের জার্সি উন্মোচন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে ফেডারেশন। 

এ সময় ফেডারেশনের সভাপতি ও র‍্যাব মহাপরিচালক (অতি. আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট "বঙ্গবন্ধু কাপ ২০২২" এর ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে এবং এর পরিধি বৃদ্ধি করা হয়েছে। এবার টুর্নামেন্টটি আকর্ষণীয় ও জমজমাট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।"

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন স্বাগতিক বাংলাদেশ৷ গত বছর ফাইনালে কেনিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল তুহিন-মাসুদ করিমরা। এবারও শিরোপা ধরে রাখতে মরিয়া স্বাগতিকরা। তবে চোটের কারণে গতবার শিরোপা জয়ে বড় ভূমিকা রাখা রেইডার মাসুদ করিমকে পাচ্ছেনা দল।

সংবাদ সম্মেলনে অধিনায়ক তুহিন তরফদার বলেন, ‘টুর্নামেন্ট মানেই চ্যালেঞ্জ। গতবার কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম, এবারও চ্যাম্পিয়ন হতে চাই। সেই লক্ষ্যে প্রস্তুতি নিয়েছি আমরা। সবার আত্মবিশ্বাস আছে, আশা করি পারব।’

মাসুদ করিমের না থাকা প্রসঙ্গে অধিনায়ক বলেন, ‘নিঃসন্দেহে সে আমাদের দলের অন্যতম খেলোয়াড়। তাকে আমরা মিস করলেও অন্যরা সবাই মিলে তার অভাব পূরণ করে দলকে সফল করব।’

প্রস্তুতি ও প্রতিপক্ষ প্রসঙ্গে অধিনায়ক বলেছেন, ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি আসর সামনে রেখে দু্ইজন বিদেশি ও চারজন দেশি কোচের অধীনে আমরা দুই মাস ধরে অনুশীলন করছি। আমাদের দলটাও বেশ ভালো হয়েছে। টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার চেষ্টা করব। যদিও শ্রীলংকা ও কেনিয়া কঠিন প্রতিপক্ষ। ম্যাচ দুটি চ্যালেঞ্জিং হবে।’


উল্লেখ্য, আগামী ১৯ থেকে ২৪ মার্চ পল্টন কাবাডি স্টেডিয়ামে হবে এবারের বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। বাংলাদেশ তাদের শিরোপা  ধরে রাখার মিশনে কি করে সেটাই এখন দেখার বিষয়। 

Link copied!