বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে ৬১ রানের টার্গেটে নেমে ৩০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। এ জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা।
বল হাতে প্রথম ওভারেই উইকেট তুলে নেন সাকিব। চার ওভার বোলিং করে মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট তুলে নেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। বল হাতে অবদানের পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপুর্ণ ভূমিকা রাখেন তিনি। রাচীন রবীন্দ্রের বলে আউট হওয়ার আগে ২ চারে ৩৩ বলে ২৫ রান করেন তিনি।
ম্যাচসেরার পুরষ্কার গ্রহণের সময় সাকিব বলেন, "সিরিজের প্রথম ম্যাচ জেতার জন্য অনুভূতি খুবই ভালো, তবে সবচেয়ে ভালো হচ্ছে আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে কখনো জিতিনি। এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। অস্ট্রেলিয়া সিরিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা সত্যিই ভালো বোলিং করেছি। আমাদের ব্যাটিং এখনও ভালো হচ্ছে না। কিন্তু এখানে আসলেই কন্ডিশন ব্যাটিংয়ের পক্ষে নয়।"
কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে টাইগাদের প্রথম জয় এটি। এর আগে টি-টোয়েন্টিতে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ৮ দেখায় কোন জয় ছিল না বাংলাদেশের।
এর আগে বাংলাদেশের বোলিং তোপে পড়ে ১৬.৫ ওভারেই অলআউট হন নিউজিল্যান্ড। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন অধিনায়ক টম লাথাম। বাংলাদেশের হয়ে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান নিয়েছেন ৩ উইকেট। এছাড়া নাসুম, সাকিব ও সাইফউদ্দীন নিয়েছেন দুটি করে উইকেট।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৩ সেপ্টেম্বর।