• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পদ্মা সেতু উদ্বোধন: বিশেষ আয়োজন বাফুফের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৪, ২০২২, ০৫:৩৩ পিএম
পদ্মা সেতু উদ্বোধন: বিশেষ আয়োজন বাফুফের
ছবি সংগৃহীত

আর মাত্র কয়েক ঘন্টা পরেই নতুন এক সূর্য উদিত হবে বাংলাদেশের আকাশে। আগামীকাল শনিবার (২৫ জুন) প্রমত্তা পদ্মা নদীর বুকে নির্মিত সেতুর উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য গোটা জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন আসবে সেই ক্ষণ। দিনটিকে বাংলার বুকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন রকম অনুষ্ঠান আয়োজন করছে।

ব্যতিক্রম ঘটেনি বাংলাদেশের ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও (বাফুফে)। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের সময় এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করছে তারা।

জানা গেছে, শনিবার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে উদ্বোধনী যে আয়োজন করা হবে, তা সরাসরি সম্প্রচার হবে। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটি বাফুফে তাদের ভবনে বড় পর্দায় দেখাবে।

এছাড়া দুপুর দুইটায় বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বে নির্বাহী কমিটি ও অন্যান্য কর্মকর্তারা মিলে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন করবেন।

Link copied!