• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিমেষেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২২, ০৫:৪৬ পিএম
নিমেষেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানে আলাদা উত্তেজনা। প্রতিবেশী দুই দেশের একে অপরের মর্যাদার লড়াই। কিন্তু গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর একে অপরের মুখোমুখি হয়নি ক্রিকেটীয় পরাশক্তি দেশ দুটি।

২৮ আগস্ট এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বরাবরের মতো এবারও এ টুর্নামেন্টের মূল আকর্শণ এই দ্বৈরথ।

আর সেই হাই ভোল্টেজ ম্যাচকে ঘিরে টিকিটপ্রত্যাশীদের চাপ থাকাটাই স্বাভাবিক। বিশেষ করে এবারের আসরের আয়োজন করছে পকিস্তানের সেকেন্ড হোম গ্রাউন্ডখ্যাত আরব আমিরাত। ফলে পোহাতে হবে আরও বাড়তি চাপ।

অবশেষে হলোও তাই। মঙ্গলবার (১৬ আগস্ট) অনলাইনে ছাড়া হয়েছিল পাক-ভারত ম্যাচের টিকিট। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তা শেষ হয়ে গেছে। এমনটাই দাবি পাকিস্তানের এক সংবাদমাধ্যমের।

এবারের এশিয়া কাপের অনলাইন টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে আমিরাতের জনপ্রিয় টিকিট বেচাকেনার ওয়েবসাইট প্ল্যাটিনামলিস্ট। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এশিয়া কাপের টিকিট ছাড়ার পর প্রায় সাড়ে ৭ লাখ টিকিটপ্রত্যাশী দর্শক একসঙ্গে ওয়েবসাইটে ঢুকেছিলেন।

যে কারণে সাইটি কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। তারপরও টিকিট শেষ হতে কয়েক মিনিটের বেশি লাগেনি। এছাড়া সশরীরে উপস্থিত হয়েও টিকিট কেনার ব্যবস্থা রাখা হয়েছিল। সেগুলোর জন্য দুই ঘণ্টা আগে থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন টিকিটপ্রত্যাশীরা।

এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তানের তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৮ আগস্ট ‍‍‘এ‍‍’ গ্রুপের প্রথম ম্যাচে লড়বে এ দুই দল। পরে দুই দলই যদি সুপার ফোরের টিকিট পায় তাহলে আগামী ৪ সেপ্টেম্বর আবার মুখোমুখি হবে তারা।

সবশেষ সুপার ফোরেও যদি সেরা দুই দলের মধ্যে থাকে ভারত ও পাকিস্তান- তাহলে ১১ সেপ্টেম্বরের ফাইনালেও দেখা যাবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের লড়াই।

Link copied!