• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউজিল্যান্ড সিরিজেই টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ০৯:০৪ পিএম
নিউজিল্যান্ড সিরিজেই টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা

যেকোনো মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্নে বিভোর থাকেন সব ক্রীড়াবিদ। আর যদি সেটা হয় বিশ্বকাপের মতো বড় আসর, তাহলে তো কথাই নেই। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিউজিল্যান্ড সিরিজের মাঝেই দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে টাইগার কোচ রাসেল ডমিঙ্গো চেয়েছিলেন সিরিজের আগেই দল ঘোষণা করতে। 

বাংলাদেশের স্কোয়াড কেমন হতে যাচ্ছে, তা ভালো করেই জানেন কোচ। আর আগেই যদি দল ঘোষণা করা হতো তাহলে ক্রিকেটারদের ওপর চাপও কমে যেত। এসব নিয়েই কথা বলেন দক্ষিণ আফ্রিকান ডমিঙ্গো।

সোমবার (৩০ আগস্ট) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘এই সিরিজ শেষ হওয়ার কয়েক দিন আগেই বিশ্বকাপ দল ঘোষণা করতে হবে। সম্ভবত সেপ্টেম্বরের ৯ বা ১০ তারিখের মধ্যে তা জানানো হবে। দল নিয়ে আমাদের ভালো ধারণা আছে। এই সিরিজের আগেই স্কোয়াড ঘোষণা করতে পারলে অনেক ভালো হতো। ক্রিকেটারদের চাপ তাহলে কমে যেত। বিশ্বকাপ দলে তারা জায়গা পাবে কি না, তা না ভেবে নির্ভয়ে তারা খেলতে পারত। কিন্তু আমার মনে হয় এখন তা আমরা সহজেই পারছি না।’

দল ভালো করার জন্য পুরো স্কোয়াডের সবাইকে সব সময় তৈরি থাকতে হবে এবং দলের গভীরতা বেশ ভালো আছে জানিয়ে কোচ বলেন, ‘দলে জায়গা পাওয়ার জন্য লড়াই সব সময়ই ভালো। আমি সব সময়ই বলে এসেছি, ম্যাচ জিততে হলে ১১ জন ক্রিকেটার নিয়ে ভাবলে চলবে না। আমাদের পুরো স্কোয়াড নিয়ে ভাবতে হবে। বিশেষ করে করোনা মহামারির সময়ে জৈব সুরক্ষা বলয়ে থাকা, ভ্রমণে নানান জটিলতা, সবকিছু মিলিয়েই বড় একটা স্কোয়াড তৈরি রাখা সব সময় জরুরি। আমাদের জন্য ভালো খবর যে, এই সংস্করণের আমাদের দলে এখন বেশ গভীরতা আছে।’

লিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। পাঁচ ম্যাচের সব কটি হবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

Link copied!