এবারের উইম্বলডন টেনিসের আসর দেখতে দেখতে শেষের পথে। প্রতিযোগিতার নারী একক ইভেন্টে প্রথমবারের মতো ফাইনালে উঠেছেন তিউনিসিয়ার ওন্স জাবের ও কাজাখাস্তানের এলেনা রিবাকিনা। ফলে আসরে নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে উইম্বলডন।
বৃহস্পতিবার (৭ জুলাই) সেন্টার কোর্টে হওয়া প্রথম সেমিফাইনালে রিবাকিনার সামনে দাঁড়াতেই পারেননি হালেপ। টানা ১২ ম্যাচ জয়ের সুখস্মৃতি নিয়ে খেলতে নেমে প্রথম দুই সেটেই হেরে যান ৩-৬, ৩-৬ পয়েন্টে। হালেপের বিদায়ঘণ্টা বাজিয়ে কাজাখাস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠেছেন রিবাকিনা।
অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে জমে উঠেছিল জাবের ও মারিয়ার ফাইনালের টিকিট পাওয়ার লড়াই। প্রথম সেটে জাবের জেতেন ৬-২ পয়েন্টে। ঘুরে দাঁড়িয়ে ৬-৩ পয়েন্টে দ্বিতীয় সেট জেতেন মারিয়া। তবে শেষ সেটে ৬-১ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে যান জাবের।
শনিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবেন জাবের ও রিবাকিনা। দুজনের সামনেই প্রথমবারের মতো গ্র্যান্ডস্লাম জয়ের হাতছানি।