ক্রাইস্টচার্চে ইনিংস হার এড়াতে লড়ছে বাংলাদেশ। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারীরা। সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একাই লড়ছেন লিটন দাস। এরই মধ্যে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৮৬ রান। ইনিংস হার এড়াতে চাই আরও ১২৭ রান। লিটন অপরাজিত ১০২* রানে। অন্য প্রান্তে তাসকিন আহমেদ ব্যাট করছেন ৪* রানে।
দলীয় ১২৮ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে নুরুল হাসন সোহনকে নিয়ে প্রতিরোধ গড়েন লিটন। তবে দলের প্রয়োজনে কিছুটা মারমুখী ব্যাটিং করে যাচ্ছেন তিনি। বলে-রানে সমানতালে এগিয়ে যাচ্ছেন লিটন। মাঠের চারদিকে দৃষ্টিনন্দন শট ও আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে বাংলাদেশকে কিছুটা আশার আলোও দেখাচ্ছেন এই উইকেটকিপার-ব্যাটার।
সোহানের সঙ্গে লিটনের জুটিটি ছিল ১০১ রানে। ব্যক্তিগত ৩৬ রানে সোহান আউট হয়ে গেলে ভাঙে এই জুটি। এরপর মেহেদী হাসান মিরাজ (৩) এসে অবশ্য বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি তাকে।