বিরাট কোহলির নেতৃত্বে ভারতের টেস্ট দল রয়েছে ইংল্যান্ডে। সেখানে ৫ টেস্টে একটি সিরিজ খেলবে তারা। এই দলের সঙ্গে আছেন নিয়মিত কোচ রবি শাস্ত্রী। অন্যদিকে একই সময় ভারতের আরেকটি দল গিয়েছে শ্রীলঙ্কায়। শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দরটির কোচ হিসেবে আছেন রাহুল দ্রাবিড়।
খেলোয়াড়ি জীবনের মতো কোচ হিসেবে দারুণ সাফল্য পেয়েছেন দ্রাবিড়। আর অধীনে যুব বিশ্বকাপ জিতেছে ভারত। বর্তমানে ভারতীয় দলে তারুণ্যের যে জয়জয়কার, তার অন্যতম রূপকার মানা হয় ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত দ্রাবিড়কে। ফলে অনেকেই চাইছেন, ভারতীয় মূল দলের নেতৃত্ব নিক দ্রাবিড়। এদিকে ভারতের বর্তমান কোচ রবি শাস্ত্রীর মেয়াদও শেষ হয়ে আসছে। অক্টোবর- নভেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠিত টি- টুয়েন্টি বিশ্বকাপের পরেই শেষ হবে বিসিসিআইর সঙ্গে ৫৯ বছর বয়সী শাস্ত্রীর চুক্তি।
ফলে দ্রাবিড়কে ভারতীয় দলের কোচ হিসেবে আনার আলোচনাও জোরালো হচ্ছে। তবে বিষয়টি খুব ভালোভাবে দেখছেন না ভারতের আরেক কিংবদন্তি অধিনায়ক কপিল দেব। তার মতে এখনই এধরনের আলোচনা ঠিক নয়। এটা কোচ ও ক্রিকেটারদের মধ্যে বাড়তি চাপ সৃষ্টি করবে।
ভারতের এবিপি-কে দেওয়া এক সাক্ষাত কারে বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক বলেন, “আমি মনে করি না এ বিষয়ে কিছু বলার আছে। শ্রীলঙ্কা সিরিজটা শেষ হোক। আমরা জানতে পারব সেখানে আমাদের কেমন পারফরম্যান্স ছিল। আমরা যদি নতুন কোচ নিয়ে ভাবি, তাতে কোনো সমস্যা নেই। রবি শাস্ত্রী যদি ভালোভাবে কাজ চালিয়ে যায়, সেক্ষেত্রে তাকে বাদ দেওয়ার কারণ দেখি না। সময় সব বলে দেবে। আমি মনে করি এটা আমাদের কোচ ও খেলোয়াড়দের মধ্যে অনর্থক চাপ সৃষ্টি করবে।”
শাস্ত্রীর অধীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুইবার টেস্ট সিরিজ জিতেছে ভারত। তার অধীনে ভারত ২০১৯ বিশ্বকাপের সেমি ফাইনাল খেলে। ও সম্প্রতি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারে ভারত।