• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দীর্ঘ ১১ বছর পর ইংল্যান্ডের লিগে পোলার্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২১, ২০২২, ০৪:০৪ পিএম
দীর্ঘ ১১ বছর পর ইংল্যান্ডের লিগে পোলার্ড
ছবি সংগৃহীত

চলতি আইপিএল চলাকালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার কাইরন পোলার্ড। ফলে আসন্ন মৌসুমে তাকে দলে ভেড়াতে আগ্রহী বেশ কয়েকটি কাউন্টি দল। ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টি টুর্নামেন্টে সারের হয়ে খেলবেন সাবেক এই ক্যারিবীয় অধিনায়ক।

গতকাল শুক্রবার (২০ মে) কাইরন পোলার্ডকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সারে। আগামী ৩১ মে গ্লুস্টারশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন দলের হয়ে পোলার্ডের অভিষেক হবে বলে জানা গেছে। একই দলে স্বদেশি বন্ধু সুনিল নারিনকে দেখেই সারেতে নাম লিখিয়েছেন পোলার্ড।

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ ১১ বছর পর খেলতে নামবেন মারকুটে অলরাউন্ডার পোলার্ড। সবশেষ ২০১১ সালের ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে ফাইনালে লিস্টারশায়ারের বিপক্ষে বল হাতে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েও কাছে হেরে যায় পোলার্ডের সমারসেট।

সারেতে নাম লিখিয়ে পোলার্ড বলেছেন, ‘‘আমি সবশেষ কাউন্টি ক্রিকেটে খেলার পর অনেকটা সময় পেরিয়ে গেছে। এই বছর সারের হয়ে ভাইটালিটি ব্লাস্ট প্রতিযোগিতায় ফিরতে পেরে আমি রোমাঞ্চিত।’’

২০০৩ সালে ভাইটালিটি ব্লাস্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল সারে। এরপর আর দ্বিতীয়বার ট্রফি উঁচিয়ে ধরা হয়নি তাদের। এমনকি গত বছর নকআউটেও উঠতে পারেনি ক্লাবটি। তবে এবার শিরোপার অন্যতম দাবিদার তারা।

Link copied!