• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দায়িত্ব ছাড়লেন জাদেজা, ফের অধিনায়ক ধোনি


ফারজানা ববি
প্রকাশিত: মে ১, ২০২২, ০১:৪৬ পিএম
দায়িত্ব ছাড়লেন জাদেজা, ফের অধিনায়ক ধোনি

চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা দলের অধিনায়কের দায়িত্ব ছেড়েছেন। খেলায় মনোনিবেশ করতে দায়িত্ব ত্যাগ করেছেন জাতীয় দলের এই তারকা। তিনি অনুরোধ করেছিলেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে আবারও দলের নেতৃত্ব যাতে তুলে দেওয়া হয়।

ধোনির পক্ষ থেকেও ইতিবাচক সাড়া মিলেছে। চেন্নাইয়ের সবচেয়ে সফল অধিনায়কও ছিলেন তিনি। ধোনির নেতৃত্বে ২০১০, ২০১১, ২০১৮ এবং ২০২১ সালে চেন্নাই চারটি আইপিএল শিরোপা নিজেদের দখলে নিয়েছিল। ২০২২ মৌসুমের আগেই অভিজ্ঞ উইকেটরক্ষক জাদেজাকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়ে পদ থেকে সরে দাঁড়ান ধোনি।

অধিনায়ক হিসেবে জাদেজা একপ্রকার ব্যর্থ। চেন্নাই ৮ ম্যাচের মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে। পয়েন্ট টেবিলে তারা নবম স্থানে রয়েছে। অধিনায়কত্ব জাদেজার ব্যক্তিগত পারফরম্যান্সকে প্রভাবিত করেছে। কারণ তিনি এই মৌসুমে এখনো পর্যন্ত নিজের সেরাটা দেখাতে পারেননি। তিনি ৮ ম্যাচে মাত্র ১১২ রান করেছেন। বল হাতে নিয়েছেন মাত্র ৫ উইকেট।

আইপিএলের প্লে-অফ (১১) এবং ফাইনালে (৯) সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড চেন্নাইয়ের দখলে। যদিও এই বছর তাদের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ এবং বর্তমান অবস্থা থেকে সেরা চারে জায়গা নিশ্চিত করাও ধোনির জন্য খুবই কঠিন কাজ হবে।

Link copied!