• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

তালেবানের উত্থানে সংকটে আফগান ক্রিকেট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১, ০৩:৩৮ পিএম
তালেবানের উত্থানে সংকটে আফগান ক্রিকেট

কাবুল দখলের দ্বারপ্রান্তে তালেবানরা। যেকোন সময় পতন ঘটতে পারে আফগানিস্তানের রাজধানীর। এর মধ্যে দিয়ে পুর্নাঙ্গ ভাবে প্রতিষ্ঠিত হতে পারে তালেবান শক্তির। তালেবানদের এ উত্থানের রেশ পড়েছে আফগান ক্রিকেটও। 

বিশ্ব ক্রিকেটে গত কয়েক বছরে আফগান ক্রিকেটের উত্থান হয়েছে দুর্দান্তভাবে। ক্রিকেট বিশ্বে সুনাম কুড়িয়েছে কয়েকজন আফগান ক্রিকেটার। মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান ও আহমেদ শেহজাদদের কারণে নাম বিশ্বে ছড়িয়ে পড়েছে আফগানিস্তানের নাম। তাদের এ দুর্নিবার পথচলা কি থেমে যাবে তালেবানদের প্রভাবে। 

ইতিমধ্যে আফগানিস্তানের ৬টি প্রধান ক্রিকেট স্টেডিয়ামের ৩টিই এখন তালেবানদের দখলে। ফলে নিয়মিত অনুশীলন করতে পারছেন না ক্রিকেটাররা। 

আগামী অক্টোবর-নভেম্বরে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। বৈশ্বিক এ আসরকে সামনে রেখে স্থানীয় স্টেডিয়ামে অনুশীলন করতে পারছেন না ক্রিকেটাররা। আফগান ক্রিকেট বোর্ড অবশ্য এ বিষয়ে কিছু জানাননি। 

এই দুঃসময়ে আফগান তারকা ক্রিকেটার মোহাম্মদ নবী ও রশিদ খান তাদের ফাউন্ডেশনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করছেন। 

এক টুইটে মোহাম্মদ নবী লিখেছেন দেশের এ অবস্থা দেখে তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং আফগানিস্তানের লোকজন মানবিক সংকটের মধ্য দিন কাটাচ্ছে। 

টুইট করেছেন আফগান লেগস্পিনার রশিদ খান। তিনি বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্ববান জানান। 

Link copied!