• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

টেস্ট চ্যাম্পিয়নদের হারিয়েই বছর শুরু টাইগারদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২, ০৭:৩৪ এএম
টেস্ট চ্যাম্পিয়নদের হারিয়েই বছর শুরু টাইগারদের

নতুন বছরে প্রথম টেস্ট ম্যাচ জয়ে টাইগাররা ভেঙে দিয়েছে অতীতের সব রেকর্ড। আর গড়েছে নতুন এক ইতিহাস। অর্জনের খাতায় যুক্ত হয়েছে নতুন অধ্যায়। এ যেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের স্বর্ণালি যুগের শুভসূচনা।

টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের ঘরের মাটিতে প্রথম জয়ে প্রশংসার জোয়ারে ভাসছে বাংলাদেশ দল। ৮ উইকেটে টাইগারদের কিউই বধ। যার মাধ্যমে মাউন্ট মাঙ্গানুইতে প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসরেও বাংলাদেশ পেল প্রথম জয়ের দেখা। দলের অর্জনের খাতায় যুক্ত হল গুরুত্বপূর্ণ ২৩ পয়েন্ট।

টেস্টের পঞ্চম ও শেষ দিনে জয় তুলে নিতে খুব একটা বেগ পেতে হয়নি মোমিনুলদের। দিনের শুরুতেই নিউজিল্যান্ডকে ১৬৯ রানে গুটিয়ে দিয়ে ব্যাটারদের কাজটা সহজ করেছেন ইবাদত-তাসকিনরা।

দিনের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে রস টেইলরকে বিদায় করেই দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট অর্জন করেন ইবাদত। এরপর জেমিসনকেও শূন্য রানে বিদায় জানান এই তরুণ পেসার। দেশের বাইরে এটিই বাংলাদেশি কোনো পেসারের সেরা বোলিং।

ইবাদতের জোড়া আঘাতের পর টিম সাউদি ও রাচিন রবিন্দ্রকে সহজ শিকারে পরিণত করেন তাসকিন। এরপর ট্রেন্ট বোল্টকে বিদায় করেন মিরাজ। দলীয় ১৬৯ রানেই থেমে যায় নিউজিল্যান্ডের স্কোরকার্ড।

এরপর মাত্র ৪০ রানের সহজ লক্ষ্য হেসেখেলেই পার করেছে ব্যাটাররা। সাদমান ইসলাম ৩ ও নাজমুল হোসেন শান্ত ১৭ রান ফিরে গেলেও জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অধিনায়ক মোমিনুল হক ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। ১৬.৫ ওভারেই নিউজিল্যান্ডের দেওয়া লক্ষ্য অর্জন করে বাংলাদেশ।

ম্যাচসেরা ইবাদত হোসাইন সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে একাই নিয়েছেন ৬ উইকেট। প্রথম টেস্টে তার মোট উইকেট ৭টি। এছাড়া বুধবার (৫ জানুয়ারি) দ্বিতীয় ইনিংসে তাসকিন আহমেদ ৩টি আর মেহেদি হাসান মিরাজ একটি উইকেট পান।

Link copied!