• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

টিকিট ছাড়াই দর্শকদের বাংলাদেশের খেলা দেখার সুযোগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৭:১১ পিএম
টিকিট ছাড়াই দর্শকদের বাংলাদেশের খেলা দেখার সুযোগ

ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি এখন সংযুক্ত আরব আমিরাতে আছে বাংলাদেশ দল। এখানে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই সিরিজের খেলা দেখতে দর্শকদের লাগবে না কোনো টিকিট।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আরব আমিরাত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া এই দুই ম্যাচের জন্য টিকিট ছাড়েনি এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ফলে টিকিট ছাড়াই ম্যাচ উপভোগ করতে পারবে দর্শকরা। বাংলাদেশে থাকা দর্শকরা এই ম্যাচ উপভোগ করতে পারবে অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোল বিডিতে।

একই মাঠে দুই ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর। দুইটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।

দুই ম্যাচ টি-টোয়েন্টির বাংলাদেশ স্কোয়াড-
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।

Link copied!