নারী বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও হার নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ।
আসরের ১৭তম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৪ রানের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৪০ রান করে ক্যারিবিয় নারীরা। জবাবে ৪৯.৩ ওভারে ১৬৩ রানে অল আউট হয়ে যায় নিগার সুলতানা জ্যোতির দল।
টস জিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায়। উইন্ডিজের প্রথম উইকেটের পতন ঘটে দলের ২৫ রানে। ডিনড্রা ডোথিন ব্যক্তিগত ১৭ রানে জাহানারা আলমের বলে আউট হন। দলে ১১ রান যোগ হতেই আরেক ওপেনার হ্যাইলি ম্যাথুসও ১৮ রানে ফিরে যান।
ব্যাটারদের ব্যর্থতায় সিমাইনি ক্যাম্পবেল দলের পক্ষে সর্বোচ্চ ১০৭ বলে ৫৩ রান যোগ করেন। এছাড়া অ্যাফি ফ্লেচার ১৭ রান করেন। অন্য ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। উইন্ডিজের ইনিংস থামে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪০ রানে।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১ রানে ওপেনার শামিমা সুলতানার উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৩০ রানে আউট হন আরেক ওপেনার শারমিন আক্তার। ফারজানা হক (২৩) ও অধিনায়ক নিগার সুলতানা (২৫) দলের বিপর্যয় এড়ানোর চেষ্টা করেন। তবে উইন্ডিজ বোলাররা দ্রুত বাংলাদেশের উইকেট পেতে থাকেন।
রুমানা আহমেদ ও রিতু মনি পরপর শূন্য রানে ফিরে গিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেয়। সালমা খাতুনের ২৩ ও নাহিদা আক্তারের ২৫ রান জয়ের হাতছানি দিলেও টাইগ্রেসদের ইনিংস থামে জয় থেকে মাত্র ৪ রান দূরে থাকতেই।