• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় দলে লবিংয়ের সুযোগ দেখেন না মাশরাফি


ফারজানা ববি
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২২, ১২:৩৪ এএম
জাতীয় দলে লবিংয়ের সুযোগ দেখেন না মাশরাফি
ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছেন পেসার আবু জায়েদ রাহী। স্কোয়াড থেকে বাদ পড়ে বেশ অবাকই হয়েছেন এই খেলোয়াড়। কারণ বেশ ভালো ফর্মে ছিলেন তিনি। বাদ পড়ার কারণ রহস্যময় জানিয়ে হতাশাও প্রকাশ করেছিলেন এই ২৮ বছর বয়েসী তারকা।

গণমাধ্যমে কথা বলার সময় রাহী জানিয়েছিলেন, "মিরপুরের মাঠে ভালো করার পরও বাদ পড়ার কারণ তার অজানা। ফর্ম নয়, অন্য কারণ থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন। এছাড়া, রাহী এক প্রশ্নের জবাবে জানান, জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য তার কোনো লবিং নেই।"

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ বিষয়ে কথা বলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।

তিনি বলেন, "অনেকে ভাবে জাতীয় দলে লবিংয়ের সুযোগ আছে। আসলে এখানে এই সুযোগটা নেই। পারফর্ম করলে মাঠে সুযোগ পাবে। আমি বরাবরই বলি, এখানে আবেগের কোনো জায়গা নেই। এটা সম্পূর্ণ পেশাদার জায়গা। এখানে শতভাগ পেশাদার আচরণ করতে হবে। ব্যাটে-বলে পারফর্ম করতে হবে।"
 

Link copied!