• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
বিপিএল 

খুলনাকে ১৮৯ রানের লক্ষ্য দিল কুমিল্লা


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২, ০৩:২২ পিএম
খুলনাকে ১৮৯ রানের লক্ষ্য দিল কুমিল্লা
ছবি সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ২৭তম ম্যাচ খেলতে নেমে খুলনা টাইগার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মঈন আলীর ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে কুমিল্লার সংগ্রহ ১৮৮ রান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইনিংসের শুরুতে লিটন দাস ও মাহমুদুল হাসান জয় বেশ ভালো খেলতে থাকেন। তবে দুই ওপেনারের বিদায়ও হন পরপর। দলীয় ৪৩ রানে জয় (১১) ও দলের ৫২ রানে লিটন (৪১) ফিরে যান। এরপর দলের অধিনায়ক ইমরুল কায়েসও টিকতে পারেননি ক্রিজে৷

তিন উইকেটের পতনের পর দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসি ও ইংল্যান্ডের মঈন আলী প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন। দু প্লেসি ৩৮ রানে ফিরে গেলেও মঈনের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৭৫ রান। তার ইনিংসটি সাজানো একটি চার ও নয়টি ছয়ে। কুমিল্লার ইনিংস থামে ১৮৮ রানে, ৬ উইকেট হারিয়ে।

খুলনার থিসারা পেরেরা দুটি উইকেট পান। খালেদ আহমেদ, নাবিল সামাদ, মেহেদি হাসান ও সৌম্য সরকার একটি করে উইকেট পান।

Link copied!