পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চার বছর পর বৃহস্পতিবার (২৯ জুলাই) বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই সিরিজে অস্ট্রেলিয়া দল বাংলাদেশে অবস্থান করবে ১০ দিন। এর মধ্যে ৩ দিন থাকবে কোয়ারেন্টাইনে। বাকি ৭ দিনে ৫টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।
দুই দলের খেলোয়াড়েরাই ক্লান্ত। তবু এত কম সময়ে ৫টি ম্যাচ খেলতে হবে দুই দলকে। বাংলাদেশের আবহাওয়া ও অজিদের দেওয়া কঠিন শর্ত মেনে নিয়েই এ সিরিজ আয়োজন করছে বিসিবি। কম সময়ে এত ম্যাচ খেলার ব্যাখ্যা দিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
সুজন বলেন, “আমাদের হাতে আর কোনো সুযোগ ছিল না। অস্ট্রেলিয়া যত কম সময়ের মধ্যে সম্ভব খেলা শেষ করে যেতে চাচ্ছে। আবহাওয়ার বিষয়টিও বিবেচনায় রাখতে হয়েছে।”
মিরপুর স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে সুজন বলেন, “যেহেতু টি-টোয়েন্টি ম্যাচ আর মাঠের প্রস্তুতি ভালো। মাঠের ড্রেনেজ সিস্টেম সম্পর্কে আপনাদের ধারণা আছে। আশা করি খেলাগুলো আমাদের মতো করে শেষ করতে পারব।”
প্রধান নির্বাহী আরও বলেন, “এটা যদি সবার সহযোগিতায় সফলভাবে করতে পারি সামনের সফরগুলো আয়োজনেও ভূমিকা রাখবে। আমাদের আত্মবিশ্বাসও অনেক বেড়ে যাবে। ইতোমধ্যে দুটা আন্তর্জাতিক ইভেন্ট ও তিনটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করে আমরা পরীক্ষিত টিম, আমি মনে করি। সর্বশেষ টুর্নামেন্ট (ডিপিএল) ১২ দলের ছিল। এটাও সফলভাবে সম্পন্ন করেছি। এর পেছনে আমাদের যে অভিজ্ঞ জনবল তৈরি হয়েছে তা কাজে লাগাচ্ছি এবং আমরা আত্মবিশ্বাসী।”
সিরিজের ম্যাচগুলো হবে ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সব কটি ম্যাচই মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।