ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আজকের ম্যাচে পঞ্জাব কিংসের বিপক্ষে আগুনে ঝরা বোলিং করেছেন কলকাতা নাইট রাইডার্সের ভারতীয় পেসার উমেশ যাদব। তার আইপিএলে ক্যারিয়ার সেরা বোলিংয়ে পঞ্জাবের ইনিংস ১৩৭ রানেই গুটিয়ে গেছে। বল হাতে এক মেডেনসহ ২৩ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নিয়েছেন ৩৪ বছর বয়সী এই বোলার।
শুক্রবার (১ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে পঞ্জাবমে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় কলকাতা। ইনিংসের প্রথম ওভারেই উমেশের বলে সাজঘরের পথ ধরেন পঞ্জাব অধিনায়ক আগারওয়াল। এরপর শ্রীলঙ্কান ব্যাটার ভানুকা রাজাপাকসে ব্যাট হাতে ঝড় তোলেন। মাত্র ৯ বলের ইনিংসে সমান ৩ চার ও ছক্কার ৩১ রান করেন। এই ব্যাটাকে ফেরান শিভাম মাভি।
পাওয়ার প্লে শেষ হবার এক বল আগেই ৬২ রানের মাথায় বিদায় নেন ধাওয়ানও। এই ওপেনার ১৫ বলে ১ চার ও ছয়ে করেন ১৬ রান। এরপর শুরু হয় উমেশের ঝলক। ইংলিশ হার্ডহিটার লিভিংস্টোনকে ফেরান এই ফাস্ট বোলার। সাউদির হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৮ বলে ১৯ রান করেন তিনি।
উমেশ এরপর আরও দুই উইকেট পান। তার আগুনে ঝরা বোলিংয়ে ফেরেন হারপ্রীত ব্রার (১৪) ও রাহুল চাহার (০)। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। তার ১৬ বলে ২৫ রানের পরও ১৮ ওভার ২ বলে ১৩৭ রানে অলআউট হয়ে যায় পঞ্জাবের ইনিংস।
বোলিংয়ে কেকেআরের হয়ে উমেশের ৪ উইকেটের সঙ্গে সাউদি নেন ২ উইকেট। এছাড়া নারাইন, রাসেল ও মাভি পান একটি করে উইকেট।