জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশাল বিভাগের দলে খেলছেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। ব্যাটিংয়ে বড় স্কোর করতে না পারলেও বল হাতে ভালোই করছেন তিনি।
চতুর্থ রাউন্ডে চট্টগ্রামের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নামে বরিশাল। ২৩৬ রানে অলআউট হয় আশরাফুলের দল। ২৫ রান করেন আশরাফুল।
জবাবে চট্টগ্রামের সংগ্রহ ৪৪৩ রান। ১০ ওভার বল করে ১ মেডেনসহ ৩৯ রান দেন তিনি। তবে কোনো উইকেট পাননি।
মাত্র ১৩৪ রানে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় বরিশাল। শূন্য রানে বিদায় নেন আশরাফুল। ইনিংস ও ৭৩ রানের ব্যবধানে ম্যাচ জিতে যায় চট্টগ্রাম।
তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের এই ম্যাচে আশরাফুলের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বোলিং অ্যাকশন রিভিউ কমিটি জানায়, ম্যাচ চলাকালীন আশরাফুলের একটি বল নিয়েই সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। তবে আশরাফুলের বাকি বোলিংও যাচাই করে দেখতে চান তারা।
বড় কোন সাজা পাওয়ার সম্ভাবনা না থাকলেও বোলিং অ্যাকশনকে অবৈধ হলে প্রাথমিকভাবে সতর্ক করা হতে পারে আশরাফুলকে।