• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগস্টে নেদারল্যান্ডস সফরে যাচ্ছে পাকিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২২, ০৩:১৩ পিএম
আগস্টে নেদারল্যান্ডস সফরে যাচ্ছে পাকিস্তান
ফাইল ছবি

গত ২০২০ সালের জুন মাসে নেদারল্যান্ডস সফরে যাবার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের। কিন্তু করোনা মহামারির কারণে দ্বিপাক্ষিক সিরিজটি সেই সময় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছিল। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী আগস্ট মাসে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি খেলতে  নেদারল্যান্ডস সফরে যাবে বাবর আজমের নেতৃত্বধীন পাকিস্তান।  

বিশ্বকাপ সুপার লিগের অংশ ওয়ানডে তিনটি দুই দলের জন্যই অতীব গুরুত্বপূর্ণ। ১৬ আগষ্ট থেকে শুরু হতে যাওয়া সিরিজটির সব ম্যাচ নেদারল্যান্ডসের রটারদামের ভিওসি ক্রিকেট গ্রাউন্ডে হবে। 
.
এর আগে ১৯৯৬ ও ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েচ্ছিল দুই দল। যেখানে তিনবারই জিতেছে ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে বর্তমানে ১২ ম্যাচে ছয় জয় নিয়ে নয় নম্বরে অবস্থান করছে পাকিস্তান। আর দশ ম্যাচে দুই জয় নিয়ে সবার নিচে রয়েছে নেদারল্যান্ডস।

সফরের সূচি
প্রথম ওয়ানডে - ১৬ আগস্ট
দ্বিতীয় ওয়ানডে - ১৮ আগস্ট
তৃতীয় ওয়ানডে - ২১ আগস্ট

Link copied!