• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

রিভিউ বিভ্রাটে মাহমুদউল্লাহর ‘আউট’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ০৫:৪৯ পিএম
রিভিউ বিভ্রাটে মাহমুদউল্লাহর ‘আউট’

বিশ্বকাপে টিকে থাকার ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় ছাড়া কোনো কিছু ভাবার অবকাশ ছিল না বাংলাদেশের। কঠিন সমীকরণকে সামনে রেখে মাঠে নামলেও হতাশ করেনি টাইগাররা। পিএনজিকে বড় রানের লক্ষ্যই দিয়েছে তারা। 

অধিনায়কের দুর্দান্ত ফিফটিতে বড় রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় বাংলাদেশ। তিনটি করে চার ও ছয়ে ২৭ বলে ফিফটি তুলে নেন মাহমুদউল্লাহ। তবে ম্যাচে এক অবাক করা কান্ড ঘটে মাহমুদউল্লাহ যে বলে ফিফটি করেন তার ঠিক পরের বলে। 

ইনিংসের ১৮তম ওভারের দ্বিতীয় বলে ডামিয়েন রাভুর লেগ স্ট্যাম্পের উপরে ফুলটস বলটিতে ছয় মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে চাঁদ সপারের হাতে ক্যাচ দেন মাহমুদউল্লাহ। কিন্তু প্রথমে সে বলটিকে নো বল দেন শ্রীলঙ্কার আম্পায়ার কুমার ধর্মসেনা। কিন্তু নো বল ছিল কিনা তা নিশ্চিত হওয়ার জন্য সাহায্য চান থার্ড আম্পায়ারের। 

থার্ড আম্পায়ার ক্রিস গ্যাফানি প্রথমে নট আউটের সিদ্ধান্ত নেন। কিন্তু হঠাত করেই সিদ্ধান্ত পাল্টে ফেলে আউটের সিদ্ধান্ত দেন ক্রিস গ্যাফানি। 

এই ম্যাচে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান করেছে বাংলাদেশ। 

Link copied!