• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইসিইউতে পেলে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৮:১৭ এএম
আইসিইউতে পেলে

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে আবারও হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার তাকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের  আইসিইউতে স্থানান্তর করা হয়।

হাসপাতালের চিকিৎসকরা জানান, অ্যাসিড রিফ্লাক্সের কারণে পেলের শরীর খারাপ হয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

এর আগে ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার পেলে আইসিইউ থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেন।

সম্প্রতি ‘ফুটবল রাজা’ পেলের কোলন টিউমার ধরা পড়ে। গত ৪ সেপ্টেম্বর তার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপাচারের পর থেকেই তিনি আইসিইউতেই ছিলেন।

এর আগে ২০১৫ সালে স্নায়ুর সমস্যায় সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়। এছাড়াও কিডনি ও প্রস্টেটের সমস্যা নিয়ে তিনি একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন।

ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে পেলে ৩টি বিশ্বকাপ জিতেছেন। তার ২১ বছরের ক্যারিয়ারে ১ হাজার ৩৬৩ ম্যাচে ১ হাজার ২৮১টি গোল করেন। এর মধ্যে ব্রাজিলের জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচে করেন ৭৭ গোল।

১৯৭০ সালে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে ফিফা 'গোল্ডেন বল' পুরস্কার জিতে নেন পেলে।

Link copied!