• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অস্ট্রেলিয়া বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলবে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১, ০৭:৪৩ পিএম
অস্ট্রেলিয়া বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলবে বাংলাদেশ

বিশ্বকাপের চলতি আসরে প্রথম রাউন্ডের ম্যাচ খেলে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর মূল পর্বে খেলতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান থাকলেও সকল ধোঁয়াশাকে উড়িয়ে দিয়ে পরের পর্বে ঠিকই জায়গা করে নিয়েছে টাইগাররা। আগামী বিশ্বকাপে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে সুখবর। কারণ আগামী বছর অস্ট্রেলিয়ায় যে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তার জন্য বাছাইপর্বের ম্যাচ খেলতে হবে না বাংলাদেশকে। পরের পর্বে সরাসরি খেলার সুযোগ পাবে বাংলাদেশ। 

বাংলাদেশ ছাড়াও এই সুখবর পেয়েছে আরও তিনটি দেশ। অবশ্য বাংলাদেশ সহ বাকি তিনটি দলই এবার বাছাইপর্ব খেলেই পরের পর্বে জায়গা করে নিয়েছে। বাকি দেশ তিনটি হল শ্রীলঙ্কা, নামিবিয়া ও স্কটল্যান্ড। 

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে এবারের মতো ১৬টি দল অংশগ্রহণ করবে। 

সেখানে সরাসরি সুযোগ পাচ্ছে ১২টি দল। এর মধ্য আইসিসির র‍্যাঙ্কিংয়ের তালিকা অনুযায়ী যোগ্যতা অর্জন করে ফেলেছে প্রথম ৮টি দল। আর বাকি চারটি দলের কথা জানিয়ে দিয়েছে আইসিসি। 

আইসিসির প্রতিযোগিতা বিভাগের প্রধান ক্রিস টেটলি বলেছেন, “যোগ্যতা অর্জন পর্বে আমরা উত্তেজক ক্রিকেট ম্যাচ দেখেছি। নামিবিয়া এবং স্কটল্যান্ড ক্রিকেটে নতুন রূপকথার জন্ম দিয়েছে। ক্রিকেটকে বিশ্বব্যপী জনপ্রিয় করে তুলতে ওদের ভূমিকা অনস্বীকার্য।”

Link copied!